হাওড়াতে শুরু হল করোনা টিকাকরণের ড্রাই রান।


শুক্রবার,০৮/০১/২০২১
730

আজ রাজ্যের প্রতিটি জেলার তিনটি জায়গাকে কোভিড টিকাকরণের মহড়া হিসেবে ড্রাই রানের জন্য বেছে নেওয়া হয়েছে। হাওড়াতেও জেলা হাসপাতাল, আর্বান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও গ্রামীণ হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্রে ড্রাই রান করা হচ্ছে। হাওড়া জেলায় সাঁকরাইল সহ জেলা হাসপাতাল এবং রাউন্ড ট্যাঙ্ক লেনের আর্বান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে ড্রাই রানের জন্য বেছে নেওয়া হয়েছে। এই মহড়ায় কারা যোগ দেবেন, কোন কোন আধিকারিকরা থাকবেন তা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। মহড়া কেন্দ্রে রাখা হয়েছে টেবিল, চেয়ার, আইসপ্যাক, ভ্যাকসিনের পাত্র, সিরিঞ্জ সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র। এদিন দুপুরে করোনা টিকাকরণের ড্রাই রানের কাজ ঘুরে দেখেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভবানী দাস।

https://youtu.be/o-MWWq3PKHE
হাওড়াতে শুরু হল করোনা টিকাকরণের ড্রাই রান।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট