চায়ের গুমটির মধ্যেই পড়ে দোকানির দেহ। চাঞ্চল্য হাওড়ার ব্যাঁটরায়


শুক্রবার,০৮/০১/২০২১
624

এক চায়ের দোকানির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হাওড়ার ব্যাঁটরায়। শুক্রবার সকালে গুমটি দোকানের ভিতর মৃত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ব্যাঁটরা থানার পুলিশ। মৃতের নাম রাম জাটি(৫০)। আগে তিনি থাকতেন স্থানীয় বিষ্টুকুন্ডু বাগান এলাকায়। তবে এখন তিনি দোকানের মধ্যেই রাতে শুতেন। স্থানীয়েরা জানান, বৃহস্পতিবার সকালেও তিনি দোকান খুলেছিলেন। দুপুরের পর থেকে তাঁকে দোকান খুলতে আর দেখা যায়নি। তিনি অসুস্থ থাকলেও কি কারণে মৃত্যু এখনও জানা যায়নি।

দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিন সকালে ব্যাঁটরার নরসিংহ দত্ত রোডের বিষ্টুকুন্ডু বাগান সংলগ্ন একটি শিবমন্দিরের পাশেই গুমটির মধ্যেই রামবাবুকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। গায়ে চাদর ঢাকা ছিল। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে গুমটি খুলে দেখে ভিতরেই পড়ে রয়েছে দেহ। মৃতের পরিবারের তরফে দাদা সুব্রত জাটি বলেন, বাবা দোকান চালাতেন। বাবার মৃত্যুর পর ভাই দোকান চালান। রাতে দোকানেই থাকতেন। আজ সকালে জানা যায় এই ঘটনা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট