নেতাই শহিদ বেদি গঙ্গাজল দিয়ে; ‘পবিত্র’ করল তৃণমূল


বৃহস্পতিবার,০৭/০১/২০২১
988

ঝাড়গ্রাম:-. নেতাই শহিদ বেদি গঙ্গাজল দিয়ে; ‘পবিত্র’ করল তৃণমূল। বৃহস্পতিবার এমন কাণ্ডই ঘটাল তৃণমূল নেতারা। শুভেন্দু মালা দেওয়ায় নেতাই শহিদ বেদি; গঙ্গাজল দিয়ে ‘পবিত্র’ করল তৃণমূল। বৃহস্পতিবার নেতাইয়ে শহিদ দিবসের অনুষ্ঠানে; যোগ দেন শুভেন্দু অধিকারী। তৃণমূলকে কটাক্ষ করে তাঁর দাবি; তিনি কোনওদিন নেতাইয়ে রাজনৈতিক পতাকা, ব্যানার নিয়ে আসেননি। যাঁরা এতদিন আসেননি, তাঁদের ব্যানার; এখন নেতাইয়ে দেখা যাচ্ছে। এদিকে শুভেন্দু শহিদ বেদিতে মালা দিয়ে, চলে যাবার পরেই; গঙ্গা জল ছিটিয়ে শহিদ বেদি ‘পবিত্র’ করে তৃণমূল নেতা কর্মীরা।

শুভেন্দুর সভার পরই নেতাইতে যান পার্থ চট্টোপাধ্যায় , মদন মিত্ররা । শহিদ বেদিতে মাল্যদানের আগে ‘শুদ্ধিকরণ’ করা হয়। গঙ্গাজল দিয়ে ধুয়ে ফেলা হয় শহিদ বেদি। তৃণমূলের যুক্তি, শুভেন্দু অধিকারীর মতো ‘মীরজাফর’রা এসে শহিদ বেদিকে অপবিত্র করেছে। তাই ‘শুদ্ধিকরণ’ কর্মসূচি। এরপর যদিও মাল্যদান করা হয়। মাল্যদানের পর সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে একহাত নেন তাঁরা। “নেতাই থেকে পেটাই শুরু হবে”, হুঁশিয়ারি মদন মিত্রর। পার্থ চট্টোপাধ্যায়ও খোঁচা দেন তৃণমূল ত্যাগী অধিকারী পরিবারের মেজো ছেলেকে।

https://youtu.be/KhQUXQuJATQ
নেতাই শহিদ বেদি গঙ্গাজল দিয়ে; ‘পবিত্র’ করল তৃণমূল

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট