ঝাড়গ্রাম : প্রতিবছরে মত এবছরও নেতাই গ্রামের শহীদ পরিবারকে পাশে নিয়েই প্রথম শহীদ বেদিতে মাল্যদান মাধ্যমে শহীদ তর্পণ করলেন শুভেন্দু অধিকারী । কিন্তু শুভেন্দুর সঙ্গে নতুন মুখ হিসাবে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি সুখময় সৎপতি । বৃহস্পতিবার সকালে ৮.৩০ মিনিট নাগাদ বাইক মিছিলের মাধ্যমে নেতায়ে পৌঁছায় শুভেন্দু অধিকারী । শুভেন্দু আসার আগে থেকেই শহীদ বেদির কাছে উপস্থিত ছিলেন নেতাই গণহত্যার শহীদ পরিবারের এবং আহত পরিবারের লোকজনরা । উপস্থিত ছিলেন নেতাই শহীদ স্মৃতি রক্ষা কমিটির সভাপতি দ্বারকানাথ পান্ডা । নেতাই পৌছায়েই শুভেন্দু প্রতিবছরের মত প্রথমে শহীদ বেদিতে মাল্যদান করেন । তারপরেই শহীদ পরিবারের পুরুষদের হাতে শাল ও মহিলাদের হাতে শাড়ি তুলেদেন এর পাশাপাশি আর্থিক সাহায্য করেন ।
এই বছর নেতাই শহীদ তর্পণ কে কেন্দ্র করে জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছিল । শুভেন্দু নেতাই আসার ঘোষণা করার পরেই তৃণমূলের পক্ষ থেকে নেতাই দিবস পালনের আলাদা কর্মসূচি নেওয়া হয় । এই পরিস্থিতিতে নেতাই গ্রামবাসী এবং নেতাই শহীদ স্মৃতি রক্ষা কমিটির সদস্যরা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সিরদ্ধান্ত নেওয়া হয় তারা রাজনীতি থেকে দূরে থেকে সকাল সকাল শহীদ বেদিতে মাল্যদান করবেন । গতকাল রাতেই তৃণমূলের লোকজন ফুল ও শহীদদের ছবি দিয়ে সাজিয়ে তোলা হয় নেতাই শহীদ বেদি । শুভেন্দু সেই তৃণমূলের সাজানো শহীদ বেদিতে শহীদ পরিবার কে পাশে নিয়েই মাল্যদান করেন শুভেন্দু অধিকারী ।
এদিন শুভেন্দু অধিকারী বলেন , ২০১১ থেকে যারা কোনদিন নেতাই তে আসেনি । নেতাই শহীদ এবং আহত পরিবার এদের খোঁজ কোনদিন নেই নি । আমরা স্মৃতি রক্ষা কমিটির নামে করি এই গ্রামে সব দলের লোক আছে । কোনদিন আমার এখনে রাজনীতি করিনি । আজকে কুড়মি সমাজের একটা অংশ বনধ ডেকেছে তাই আমরা সীমিত ভাবে অনুষ্ঠান রেখেছি । এদের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক এই সম্পর্কটা রাজনীতির উর্দ্ধে । যদি এই সম্পর্কটা কেউ ছেঁড়ার চেষ্টা করেন দশ বছর জেলে কাটিয়ে তাহলে এতো সহজ হবে না । এইসব লোকের জন্য এইসব লোক গুলো মারা গেছে । শুধু সিপিএম কে দোষ দিলে হবে না । দিগত দিনে জনসাধারণ কমিটির নামে গোটা এলাকাটাকে যারা বিশৃঙ্খলা করেছে । তারা এসে গণতন্ত্রের কথা বলবে । বলবে শুভেন্দু অধিকারী কে লালগড়ে আটকে দেবে । ক্ষমতা থাকেল আটকে দেখতো । আমি মৃত্যুকে ভয় পায় না ।
লালগড় থেকে নেতাই গ্রাম পর্যন্ত তৃণমূলের দলীয় পতাকায় ভরিয়ে দেওয়া হয়েছে । কিন্তু নেতাই গ্রামের শহীদ বেদির সামনে না বিজেপি না তৃনমূল কোন রাজনৈতিক দলের দলীয় পতাকা দেখা যায়নি । শহীদ বেদির দূরে তৃণমূলের পতাকা দেখা গেলও বিজেপির পতাকা দেখা যায়নি এই প্রসঙ্গে তিনি বলেন, আমি কোন বছর করিনা, ওরা এবছর করেছে । তার উত্তর মানুষ দিয়ে দেবে । আমাকে কিচ্ছু করতে হবেনা । জঙ্গলমহলের মানুষকে বোকা ভাবা ঠিক না ।
কলকাতা, ১৬ নভেম্বর ২০২৪:শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের উদ্যোগে আগামী শনিবার রাত থেকে রবীন্দ্র সেতু…
‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে শিক্ষার্থীদের ট্যাব বিতরণের টাকা দুর্নীতির অভিযোগে উত্তাল পশ্চিমবঙ্গ। বহু ছাত্রছাত্রীর ট্যাবের টাকা…
দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লক আজ উত্তাল আবাস যোজনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। বিজেপির ডাকে…
আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের জামুই জেলায় জনজাতীয় গৌরব দিবস উদযাপন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে…
মহারাষ্ট্র বিধানসভায় আগামী ২০শে নভেম্বর একদফায় নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে। ঐ একই দিনে নান্দেথ…
পাহাড়ে সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দার্জিলিং-এর চৌরাস্তায় ‘সরস মেলা’র উদ্বোধন করবেন ।আগামীকাল তিনি যাবেন…