ঝাড়গ্রাম : হুড়কা জামের সমর্থনে ঝাড়গ্রাম শহরের কলেজ মোড়ে পথ অবরোধ। কুড়মি সমন্বয় মঞ্চের উদ্যোগে হয় এই পথ অবরোধ। প্রসঙ্গত, ৭ ই জানুয়ারি কুড়মি সমন্বয় মঞ্চ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর , ঝাড়গ্রাম এই চার জেলায় এসটি সহ মোট ২৬ দফা দাবিকে সামনে রেখে ‘হুড়কা জাম’ নামে বন্ধ ঘোষণা করে রেখেছিল। সেই কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকালে পথ অবরোধ করল কুড়মি সমন্বয় মঞ্চ।
হুড়কা জামের সমর্থনে ঝাড়গ্রাম শহরের কলেজ মোড়ে পথ অবরোধ
বৃহস্পতিবার,০৭/০১/২০২১
872