এবার হাওড়ার প্রাক্তন মেয়র ডাঃ রথীন চক্রবর্তীকেই সবচেয়ে বড়ো দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করলেন একদা তৎকালীন পুরবোর্ডের মেয়রের সতীর্থ কাউন্সিলার এবং বর্তমানে তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক কৈলাশ মিশ্র। কৈলাশবাবু এদিন প্রাক্তন মেয়রের উদ্দেশ্যে বলেন, “চোরের মায়ের বড়ো গলা।” কৈলাশ মিশ্র বলেন, “উনি পাঁচ বছর হাওড়া শহরের মেয়র ছিলেন। এখন এতদিন পরে ওনার মনে হচ্ছে দলে দমবন্ধ অবস্থা ? আসলে উনি সবচেয়ে বড়ো দুর্নীতিগ্রস্ত। ওনার ওয়ার্ডেই একশো দিনের কাজে দুর্নীতি হয়েছিল। উনি দলের কেউ নয়। এখন লোভে চলে যাচ্ছেন বিজেপির দিকে। আমাদের দুর্ভাগ্য এরকম মেয়র হাওড়ায় ছিলেন। ওনার কথার মূল্য নেই।”
এবার রথীনকেই দুর্নীতিগ্রস্ত বললেন তৃণমূল যুব নেতা
বুধবার,০৬/০১/২০২১
607