ফের ভাঙ্গলো মানসের গড়! শুভেন্দু ও ভারতীর হাত ধরে বিজেপিতে যোগদান করলো শতাধিক তৃণমূল কর্মী।


বুধবার,০৬/০১/২০২১
1744

পশ্চিম মেদিনীপুর: বুধবার পশ্চিম মেদিনীপুরের সবং এর তেমাথানি তে অর্থাৎ এতদিন শাসক দল যেটিকে মানস ভুঁইয়ার গড় মনে করত সেই এলাকাতেই বিজেপির উদ্যোগে প্রায় কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে একটি জনসভার আয়োজন করা হয়। এদিনের এই জনসভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতা শুভেন্দু অধিকারী রাজ্য সহ-সভাপতি ভারতী ঘোষ। এদিনের এই সভাতে প্রায় শতাধিক কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে শুভেন্দু অধিকারী ও ভারতী ঘোষের হাত থেকে পতাকা ধরে। এতদিন ধরে যেই শাসক দল সবং এলাকাকে মানস ভুঁইয়ার ঘর বলে মনে করত এদিন সেই এলাকাতেই ভাঙ্গন ধরল তৃণমূলের। এদিন ভারতী ঘোষ তৃণমূল সাংসদ মানস ভুঁইয়ার গড় রাবণের গড় বলেও মন্তব্য করেন। এবং এদিন দেখা যায় ২০১৭ এর সবং উপনির্বাচনে ভারতী ঘোষের বিরুদ্ধে অদূরদর্শিতার অভিযোগ তুলেছিলেন যিনি, সেই শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রথম একসঙ্গে বি জে পির সমাবেশ ভারতী ঘোষের।পুরনো কোন্দল ভুলে, করলেন একে অপরের সুনাম। সব মিলিয়ে সবং এর রাজনীতি এখন হাইভোল্টেজ রাজনীতিতে পরিণত হয়েছে।

https://youtu.be/qWQ22UAJPOM
ফের ভাঙ্গলো মানসের গড়! শুভেন্দু ও ভারতীর হাত ধরে বিজেপিতে যোগদান করলো শতাধিক তৃণমূল কর্মী।
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট