সংযুক্তা ভট্টাচার্য্য : শিয়ালদা থেকে ট্রেন রওনা দিয়েছিল ঠিক রাত দশটা পাঁচ। সারারাত পর্দাহীন কাঁচের জানলা দিয়ে চাঁদ লুকোচুরি খেললো। অবশেষে কুয়াশার চাদর সামলে ট্রেন যখন নিউ জলপাইগুড়ি পৌঁছলো তখন হিসেব মতো তিনি আধঘণ্টার বেশি লেট।গাড়ি আমাদের জন্যই অপেক্ষা করছিল স্টেশনে। পথে সামান্য জলখাবার খেয়েই আবার পথ ধরলাম। সেবক রোড ধরে একটু এগিয়ে ই দেখা পেলাম তার,যার জন্য হাপিত্যেস করে বসে থেকেছি গোটা একটা বছরেরও বেশি সময়। পাহাড়ি পথের বাঁক প্রথম প্রেমিকের মতো কাছে টেনে নেয় দুর্দান্ত আবেশে। চোখ ভরে পাহাড় দেখতে দেখতে উঠছি হটাৎ দেখা তিস্তার সাথে। উফ্ ! পান্না সবুজ জলে উন্মাদ তিস্তা।পথে পড়লো তিস্তা ব্রিজ। রাস্তার কাজ চলছে জোর কদমে।চোখ জুড়ানো সবুজ জল আর তার উপর দিয়ে উঠে গেছে পাহাড়ের পর পাহাড়।ওপর থেকে দেখা গেল তিস্তা রঙ্গিতের মিলন, বালির চরে তাঁবু পড়েছে ।আরো বেশ খানিকটা পথ পেরোলে এলো মল্লি চেক পয়েন্ট। বাংলার সীমা ছেড়ে সিকিমে প্রবেশ। মেঘলা আকাশ দূরের পাহাড়ের গায়ে ধূসর রঙের পর্দা টেনে দিয়েছে। পাহাড়ের গায়ে গুচ্ছ গুচ্ছ জঙ্গলে সবুজ আরো গভীর সবুজ রঙদিয়েছে। জোরথাং হয়ে গাড়ি ঢুকবে।আজ যাবো আমরা রিনচেনপং।জুম, সোরেং, কালুক পেরিয়ে চললাম।গাড়ি বেশ কঠিন বাঁক নিয়ে ক্রমাগত খাড়া পাহাড়ের ওপর উঠছে।জোরথাং এর পর থেকেই শুরু ক্রমাগত চড়াই।
Booking.comপাহাড় বেয়ে উঠতে উঠতে চোখ জুড়িয়ে যাবে চারপাশের নিস্তব্ধ পাহাড়ি গ্রামের রূপ দেখতে দেখত। চাকুম এর ঘন পাইনের জঙ্গল অজানা রহস্যে ঘিরে রাখবে। বিকেল চারটে নাগাদ পৌঁছালাম রিনচেনপং। দূরের দিগন্তে এক ঝলক উঁকি দিয়েই মুখ ঢাকলো তুষার শৃঙ্গ। বুঝলাম এ যাত্রায় মেঘ সঙ্গ নিয়েছে কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয়ের পূর্ণ রূপ হয়তো অধরাই থাকবে। সন্ধ্যা বেলা আকাশ জুড়ে জোছনা ছড়িয়ে চাঁদ উঠলো। অপূর্ব সুন্দর শান্ত জায়গা এই রিনচেনপং কোলাহল থেকে মুক্ত করে সে যেন নিজেকে অরণ্যে পর্বতের আড়ালে ঢেকে রেখেছে। সন্ধ্যায় পাহাড়ি নির্জন পথ ধরে একা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম স্হানীয় মনেষ্ট্রিতে। শান্ত, সমাহিত বৌদ্ধ মঠের পাশে অপূর্ব চাঁদ। মনেষ্ট্রি এখন বন্ধ তবে শুনলাম কাল সকালে পূর্ণিমার জন্য বিশেষ পুজো পাঠ হবে। পায়ে পায়ে ফিরে এলাম পাহাড়ের পথ ধরে। চারপাশে ঘন অন্ধকার, দূরে পাহাড়ের গায়ে জোনাকির মতো আলো জ্বলছে। বহু বহু দূরে দেখা যাচ্ছে পেলিং এর স্কাই ওয়াকের চেনরিজ এর মূর্তি ।
(চলবে)
নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রিনচেনপং এর দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। যেতে সময় লাগবে পাঁচ থেকে ছ ঘন্টা।
হোটেল- আমরা ছিলাম হোটেল মাউন্ট ভিউ।রুম ভাড়া( ১০০০- ১২০০)। খাওয়া দাওয়া যথেষ্ট ভালো। আকাশ পরিস্কার থাকলে রুম থেকে ই অনবদ্য দেখা যায় পর্বত শিখর।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোহাল আজ বেজিংয়ে, ভারত- চায়না বিশেষ প্রতিনিধি স্তরের আলোচনায় অংশ নেবেন।…
আগামী বছরের জানুয়ারি মাস থেকে ভারতীয় নাগরিকরা শ্রীলঙ্কায় বিনা শুল্কে ভিসা পাবেন। ৩৯ টি দেশের…
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ‘ন্যাশনাল টেস্টিং এজেন্সী’- NTA, আগামী বছর থেকে শুধুমাত্র প্রতিযোগিতামূলক প্রবেশিকা…
বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে এবারের গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে রাজ্য সরকার বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।…
রাজ্য সরকারের উদাসীনতার কারণে ন্যাশনাল ‘ব্যাম্বু মিশন’ অভিযানের কাজ এই রাজ্যে এগোয়নি বলে কেন্দ্রীয় শিক্ষা…
সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া SEBI জানিয়েছে, কোনো ব্যক্তি বিনিয়োগ সংক্রান্ত উপদেশ দিতে চাইলে…