কৃষি আইনের বিরোধিতা করে ঝাড়গ্রাম শহর বিশাল মিছিল


বুধবার,০৬/০১/২০২১
602

ঝাড়গ্রাম : কেন্দ্র সরকারের কৃষি আইনের বিরোধিতা করে ঝাড়গ্রাম শহর বিশাল মিছিল করে জনসভা করলো ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ । বুধবার ঝাড়গ্রাম শহরের জামদা এলাকার পৌরময়দান থেকে তৃণমূল ছাত্র পরিষদের এক বিশাল মিছিল বের হয় । মিছিল ঝাড়গ্রাম ফ্লাই ওভার হয়ে ঝাড়গ্রাম শহরের প্রাণ কেন্দ্র পাঁচ মাথার মোড় হয়ে শহরের রঘুনাথপুরে অবস্থিত রঘুনাথপুর অফিসার্স ক্লাবের মাঠে তৃণমূল ছাত্র পরিষদের জনসভা হয় । এদিনের মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি  তৃণাঙ্কুর ভট্টাচার্য্য,তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহা , ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সভাপতি আর্য ঘোষ , ঝাড়গ্রাম জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর উজ্জ্বল দত্ত সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব ।

https://youtu.be/HA8_aKiAtDw

মিছিলের শেষে প্রকাশ্য ছাত্র সমাবেশ করে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি  তৃণাঙ্কুর ভট্টাচার্য্য । এদিন তৃণাঙ্কুর ভট্টাচার্য্য বক্তব্য রাখার সময় বলেন , আমাদের দলের অনেকেই টাকার লোভে , ক্ষমতার লোভে অন্য দলে চলে যাচ্ছে । আমি বলি এই সব সার্থপর লোকদের আমাদের দলে কোন প্রায়জন নেই । আমাদের দল এক আমাদের নেত্রী এক । মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এর উপর ভরসা রেখেই আমাদের আন্দোলন চলছে চলবেই ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট