“গাধাকে যতই চেষ্টা করা হোক সে ঘোড়া হয়ে যেতে পারে না” – অর্জুন সিং


মঙ্গলবার,০৫/০১/২০২১
730

হাওড়ার বেলুড়ে ভারতীয় জনতা যুব মোর্চার কর্মসূচিতে এসে নাম না করে তৃণমূল সাংসদকে কটাক্ষ করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, গাধাকে যতই চেষ্টা করা হোক সে ঘোড়া হয়ে যেতে পারে না। তাই জন্য গাধাকে ঘোড়া বানানোর চেষ্টা না করলেই ভালো। তিনি দাবি করে বলেন নন্দীগ্রামে আন্দোলন শুরু করেছিল অধিকারী পরিবার কিন্তু তাদের সাথেই বিশ্বাসঘাত করা হলো। উত্তর হাওড়া বিধায়ক লক্ষ্মীরতন শুক্লার মন্ত্রিত্ব ছাড়ার নিয়েও মন্তব্য করেন অর্জুন সিং। হাওড়া সদরের বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে এদিন যোগদান মেলার আয়োজন করা হয়। সেখানে ১৫০ জন তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দেন। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় সিং, হাওড়া জেলা সদর বিজেপির সভাপতি সুরজিৎ সাহা উপস্থিত ছিলেন।

https://youtu.be/XomOIq1khWg
“মমতা ব্যানার্জী গাধাকে যতই চেষ্টা করা হোক সে ঘোড়া হয়ে যেতে পারে না” – অর্জুন সিং

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট