জলঙ্গী, মুর্শিদাবাদ: বোমার আঘাতে আহত হলেন তৃণমূল পঞ্চায়েত মেম্বার সিরাজুল শেখ। ঘটনাটি ঘটেছে জলঙ্গি থানার ফরিদপুর নতুনপাড়া এলাকায়। গতকাল রাত্রে ঘর থেকে বাথরুমে যাচ্ছিলেন সিরাজুল শেখ ।সেই সময় দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে বোমা ছোড়ে বলে অভিযোগ। বোমার আঘাতে জখম হয়েছেন তৃণমূল পঞ্চায়েত মেম্বার সিরাজুল শেখ। তার অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিতভাবেই কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তাকে বোমা মেরেছে। ওই পঞ্চায়েত সদস্য জানান, পঞ্চায়েতের একটি গন্ডগোলের জেরে মাস চারেক আগে তার ওপর হামলা হয়েছিল ।তিনি আহত হয়ে কোলকাতায় ভর্তি ছিলেন। এর পর বাড়ি ফিরে আসার পর ফের তাকে হুমকি দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ। সিরাজুল শেখ নামে ফরিদপুর গ্রাম পঞ্চায়েতের ওই তৃনমুল সদস্যেকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে জলঙ্গী থানার পুলিশ।
বোমার আঘাতে আহত হলেন তৃণমূল পঞ্চায়েত মেম্বার
মঙ্গলবার,০৫/০১/২০২১
761