আজ সারদা মায়ের জন্মতিথি উৎসব পালিত হচ্ছে বেলুড় মঠে। করোনা পরিস্থিতিতে মঠে ভক্ত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে


মঙ্গলবার,০৫/০১/২০২১
632

যথাযোগ্য মর্যাদায় আজ শ্রীশ্রীসারদা মায়ের জন্মতিথি উৎসব পালিত হচ্ছে বেলুড় মঠে। তবে এবছর করোনা পরিস্থিতিতে মঠে ভক্ত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। এবছর সারদা মায়ের ১৬৮তম জন্মতিথি উৎসব। এই উপলক্ষে ভোর থেকেই চলছে অনুষ্ঠান। এদিন শ্রীশ্রীমায়ের মন্দিরে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সারা দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। বেদপাঠ, স্তবগান ভজন, বিশেষ পূজা, হোমের আয়োজন করা হয়েছে। এছাড়াও রামকৃষ্ণ মন্দিরের নাটমন্দিরে মাতৃসঙ্গীত, মায়ের কথাপাঠ, ভক্তিগীতি, লীলাগীতি প্রভৃতির আয়োজন করা হয়েছে। বিকেলে হবে ধর্মসভা। সন্ধ্যায় শ্রীশ্রীঠাকুরের আরতির পর মায়ের মন্দিরে সন্ধ্যারতি ও ভজনের আয়োজন করা হয়েছে।

https://www.youtube.com/watch?v=_cLAeHgLnZs

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট