শুভেন্দু অধিকারীর হাত ধরেই বাংলায় গেরুয়া ঝড় উঠবে ?

পশ্চিম মেদিনীপুর:– সদ্যই দলবদল করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর হাত ধরেই বাংলায় গেরুয়া ঝড় উঠবে বলে বারবারই আশার সুর শোনা গিয়েছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গলায়। ছোট আঙারিয়া দিবসে গড়বেতায় সভা করেন শুভেন্দু অধিকারী। সোমবারের সভামঞ্চ থেকে একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে বিঁধেছেন শুভেন্দু অধিকারী। মূলত ভাইপো নাম নিয়ে কটাক্ষ করে এবং রাজ্যের শাসক দলকে নিশানা করে ভুরিভুরি অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে দাবি করেছেন, বাংলায় তিনি বিজেপি সরকার গঠন করাবেন।‌ পাশাপাশি রাজ্যবাসীকে স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, বাংলায় বিজেপি না এলে উন্নয়ন হবে না। এদিন গড়বেতার সভা থেকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে বাংলা তুলে দেওয়ার আর্জি জানালেন শুভেন্দু অধিকারী।

এদিন বিজেপি নেতা বলেন, রাজ্যের সকল মানুষকে জানাতে চান যে, পশ্চিমবাংলাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে না দিলে এই রাজ্য এগোতে পারবে না, এগোতে পারে না। এই প্রসঙ্গে শুভেন্দু দাবি করেন, প্রত্যেক বছর শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে এবং শিক্ষক নিয়োগ হবে। বারবার অভিযোগ কথা হচ্ছে যে তাঁর সঙ্গে নাকি বিজেপির ডিল হয়েছে। আদতে কি ডিল হয়েছে সে ব্যাপারে এদিন ফের খোলাসা করেন শুভেন্দু। বলেন, টেট পরীক্ষার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে, পাবলিক সার্ভিস কমিশনের খাতা বদল হবে না, এই ডিল হয়েছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে। একইসঙ্গে শুভেন্দু জানান, রাজ্যের আলুচাষিদের সর্বনাশ করার পেছনেও হাত রয়েছে তৃণমূল কংগ্রেসের।কৃষক আইন নিয়েও তৃণমূল কংগ্রেস সরকারকে একহাত নেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কৃষক আইন এর যারা বিরোধিতা করছেন তারা আইন পড়তে জানেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন কৃষকদের পক্ষে তা বিগত বছরে কেউ নিতে পারেননি। কৃষক আইন লাগু হবার পর বিহার রাজ্যে নির্বাচন হয়েছে, সেখানে বিপুল ভোটে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি। দেশে গণতন্ত্র শেষ কথা, সেই গণতন্ত্রের মূল কান্ডারী সাধারণ জনগণ। তারাই দেখিয়ে দিয়েছেন কে কাজ করেছে আর কে করেনি। একইসঙ্গে শুভেন্দু বলেন, বিহারের মতোই রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জিতেছে, জম্মু-কাশ্মীরেও বিজেপির জয় লাভ হয়েছে।

admin

Share
Published by
admin

Recent Posts

ওয়াকফ আইন সংশোধনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল মুর্শিদাবাদ: হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ওয়াকফ (সংশোধনী) আইনের বিরুদ্ধে চলমান বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। গত কয়েক দিনে…

43 minutes ago

এ কে সরকার শাওনের কবিতা – “প্রমি-শান্ত’র পথচলা”

বাবা-মা'র স্বপ্ন, স্বজনের রত্ন,স্বর্গীয় অনন্য উপহার!ভাইয়ের আদরের বোনের স্নেহেরপ্রমি সবার অহংকার! ক'দিন আগের ফুটফুটে শিশুআজ…

2 days ago

বেপরোয়া গতির বলি, দায় কার?

প্রতিদিনের ব্যস্ত জীবনে শহরজুড়ে যে শব্দটা প্রায়ই আমাদের কানে বাজে, তা হলো “দুর্ঘটনা”। চারপাশে যখনই…

4 days ago

বাচ্চাদের ডাব খাওয়া – সুস্বাদু ও স্বাস্থ্যকর অভ্যাস

বাচ্চাদের ডাব খাওয়া: স্বাস্থ্য ও সতেজতার প্রাকৃতিক উপায় বাংলার গ্রীষ্ম মানেই রোদের তেজ, ঘাম আর…

5 days ago

রিঙ্কু সিং: মাঠের কোণ থেকে তারকার যাত্রা

২০১৮ সালে কেকেআর দলে যখন রিঙ্কু সিং যোগ দিলেন, তাঁর জন্য ৮০ লক্ষ টাকা খরচ…

1 week ago

তাৎক্ষণিক আবহাওয়ার পূর্বাভাস

পশ্চিম বাংলার একাধিক জেলায় ঝড়-বৃষ্টি আসন্ন 📍 কলকাতা, ১৭ মার্চ: পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত।…

4 weeks ago