ঝাড়গ্রাম: শীতের হাত থেকে রক্ষার জন্য শীতবস্ত্র দুঃস্থ মানুষদের হাতে তুলে দিয়ে তাঁদের মুখে হাঁসি ফোটাল কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংস্থা “প্রয়োজন” । সোমবার ঝাড়গ্রাম শহরের স্টেশন পাড়া এলাকায় এক কর্মসূচীর মাধ্যমে স্টেশনপাড়া, শিরীষচক, কদমকানন সহ বিভিন্ন এলাকার প্রায় ১৩০ টি দুঃস্থ বয়স্ক এবং মহিলা ও শিশুদের হাতে কম্বল সহ বিভিন্ন শীতবস্ত্র “প্রয়োজন”এর পক্ষ থেকে তুলে দেয়া হয় । স্বেচ্ছাসেবী সংস্থা “প্রয়োজন” এর প্রেসিডেন্ট তোমিশ্রেয়া দাস বলেন , দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের এই উদ্যোগ শীতের হাত থেকে অনেকেই রক্ষা পাবে । আমরা ফুটপাতের অনেক অসহায় মানুষকে এই ভাবেই সাহায্য করে থাকে ।
প্রয়োজন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঝাড়গ্রাম স্টেশন পাড়া এলাকায় দুস্থদের হাতে কম্বল তুলে দেওয়া হল
সোমবার,০৪/০১/২০২১
623