সাতসকালেই ফুরফুরায় হাজির হন মিম প্রধান


রবিবার,০৩/০১/২০২১
845

আজ সাতসকালেই ফুরফুরায় হাজির হন মিম প্রধান। আসাদউদ্দিন ওয়াইসির রাজ্যে এসে বৈঠক করার খবর সামনে আসতেই ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে হইচই। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে নিজের দল ঘোষণা করবেন বলে জানিয়েছিলেন আব্বাস সিদ্দিকী। এখন মিম প্রধানের সঙ্গে তাঁর একান্ত বৈঠকে কী হতে চলেছে, কোনদিকে গড়াচ্ছে তাদের ‘সম্পর্কের’ জল, তা নিয়েই শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। ফুরফুরা শরীফে পৌঁছে ঘুরে দেখেন মিম সুপ্রিমো সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি তারপরই পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে একান্ত বৈঠকে যোগ দেন তিনি। সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়েই সম্ভবত দু’পক্ষের মধ্যে বৈঠক চলছে। 

https://www.youtube.com/watch?v=_cLAeHgLnZs

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট