মিজান রহমান, ঢাকা: নতুন বছরে রাজনীতিতে ইতিবাচক ধারা ফিরবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। ১ জানুয়ারি শুক্রবার রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কাদের বলেন, ‘নববর্তা আর সম্ভাবনার রং ছড়িয়ে আজ উদিত হলো নতুন বছরের নতুন সূর্য। করোনা মহামারিতে থমকে যাওয়া বিশ্ব নতুন বছরে করোনা মুক্তির মাধ্যমে পাবে জীবনের রূপ, রস, ঘ্রাণ। নানান খাতে করোনাজনিত সংকট কাটিয়ে প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে সম্ভাবনার নব দিগন্তে। জীবনের পরতে পরতে আবার গুঞ্জরিত হবে আশার ঝর্ণাধারা।’তিনি আরও বলেন, ‘নেতিবাচক ধারার পরিবর্তে রাজনীতিতে ইতিবাচক ধারা ফিরে এসে নতুন বছরে নতুন আশার মালা গেঁথে এগিয়ে যাবে সমৃদ্ধ বাংলাদেশ।’ ২০২১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে সম্ভাবনার নতুন কলি প্রস্ফুটিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বাংলাদেশের সড়কমন্ত্রী : ইংরেজি নববর্ষ নববর্তা আর সম্ভাবনার রং ছড়িয়ে দিবে
শনিবার,০২/০১/২০২১
517