বাংলাদেশে মহাসড়কে করিমন ও নসিমন বন্ধের সুপারিশ

ডেস্ক রিপোর্ট, ঢাকা: সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাজনৈতিক সব প্রতিবন্ধকতা দূর করে সড়ক ও মহাসড়কে নসিমন, করিমন, ইঞ্জিনচালিত রিকশা ইত্যাদি চলাচল বন্ধ করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অষ্টম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জানানো হয়, দেশের মহাসড়কগুলো থেকে ৭৫৫টি স্পিডব্রেকার সরানোর পর এখনও ১ হাজার ১৮৮টি স্পিডব্রেকার রয়েছে। দেশের ১০টি জোনে এই স্পিড ব্রেকারগুলো রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি স্পিড ব্রেকার ঢাকা জোনে। এ জোন থেকে ১৮টি সরিয়ে ফেলার পর এখন ১৮৮টি স্পিড ব্রেকার রয়েছে। কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী ওবায়দুল কাদের (ভার্চ্যুয়ালভাবে), এনামুল হক, মো. আবু জাহির, রেজওয়ান আহম্মদ তৌফিক, মো. ছলিম উদ্দীন তরফদার, শেখ সালাহউদ্দিন, সৈয়দ আবু হোসেন ও রাবেয়া আলীম বৈঠকে অংশ নেন। বৈঠকে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে স্থানীয় কিংবা রাজনৈতিক সব প্রতিবন্ধকতা দূর করে সড়ক ও মহাসড়কে নসিমন, করিমন, ইঞ্জিনচালিত রিকশা ইত্যাদি চলাচল বন্ধ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পরবর্তী বৈঠকে বিভাগীয় কমিশনার, বিভাগীয় ডিআইজি ও হাইওয়ে পুলিশ কর্তৃপক্ষকে উপস্থিত থাকার জন্য কমিটি সুপারিশ করে।

এতে সপ্তম সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি, পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের সার্বিক কার্যক্রমের সর্বশেষ অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন, সড়ক ও জনপথ অধিদফতর এবং সেতু বিভাগ কর্তৃক টেন্ডার নিয়ে বিশদ আলোচনা করা হয়। বৈঠকে এরইমধ্যে ধলেশ্বরী সেতুতে টোল আদায়ের বিষয়ে গঠিত তদন্ত কমিটি বাতিলপূর্বক ধলেশ্বরী সেতুসহ দেশের সব সেতুতে টোল আদায়ে অনিয়ম দুর্নীতি/প্রাপ্ত অভিযোগের বিষয় তদন্তপূর্বক একটি প্রতিবেদন দেওয়ার জন্য কমিটির সদস্য এনামুল হককে আহ্বায়ক করে দুই সদস্য বিশিষ্ট একটি সংসদীয় সাব কমিটি গঠন করা হয় এবং আগামী তিন মাসের মধ্যে একটি তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য সুপারিশ করা হয়। এতে সড়ক পরিবহন ও সেতু বিভাগ একই ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিক টেন্ডার পাওয়ার বিষয়টি তদন্তপূর্বক একটি প্রতিবেদন দেওয়ার জন্য কমিটির সদস্য শেখ সালাহউদ্দিনকে আহ্বায়ক করে দুই সদস্য বিশিষ্ট একটি সংসদীয় সাব কমিটি গঠন করা হয় এবং আগামী দুই মাসের মধ্যে একটি তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য সুপারিশ করা হয়। বৈঠকে বঙ্গবন্ধু সেতু এলাকায় অবস্থিত রিসোর্ট ইজারা দেওয়া তথা বঙ্গবন্ধু সেতুর আনন্দ পার্ক, পিকনিক স্পট ও বাগান (অ্যাগ্রিকালচার), জমি ও অন্য অবকাঠামো ব্যবস্থাপনা বিষয়ে তদন্তপূর্বক একটি প্রতিবেদন দেওয়ার জন্য কমিটির সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিককে আহ্বায়ক করে দুই সদস্য বিশিষ্ট একটি সংসদীয় সাব কমিটি গঠন করা হয় এবং আগামী দুই মাসের মধ্যে একটি তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য সুপারিশ করা হয়। মহাসড়কগুলোতে এখনও ১ হাজার ১৮৮ স্পিড ব্রেকার: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল মোক্তাদের স্বাক্ষরিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ময়মনসিংহ জোন থেকে ১৪২টি স্পিড ব্রেকার সরিয়ে ফেলার পর এখন রয়েছে ৮৫টি। কুমিল্লা জোন থেকে ৯৫টি সরিয়ে ফেলার পর এখন রয়েছে ১২৬টি, সিলেট জোনে ৩২টি সরানোর পর এখন রয়েছে ৬০টি। চট্টগ্রাম জোন থেকে ১২৫টি সরানোর পর এখন ২৪৮টি, বরিশাল জোন থেকে ৩০টি সরানোর পর এখন রয়েছে ৬২টি। খুলনা জোন থেকে ৫৬টি সরানোর পর এখন রয়েছে ১১১টি, রাজশাহী জোন থেকে ৬৪টি সরিয়ে আনা হয়েছে ৫৯টিতে। গোপালগঞ্জ জোন থেকে ৪৭টি কমানোর পর এখন রয়েছে ৯৯টি এবং রংপুর জোনে ১৪৬টি সরিয়ে ফেলার পর এখন রয়েছে ১৫০টি।

ভিডিও নিউজ এর জন্য সাবস্ক্রাইব করুন বাংলা এক্সপ্রেস ইউটিউব চ্যানেল
admin

Share
Published by
admin

Recent Posts

শহরের নাগরিকদের ভিসা দেওয়ার ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা

সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব সহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ পাকিস্তানের অন্তত ৩০টি ভিন্ন ভিন্ন…

19 hours ago

৭১ হাজারেরও বেশি প্রাপকের হাতে চাকরীর নিয়োগ প

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ৭১ হাজারেরও বেশি প্রাপকের হাতে চাকরীর নিয়োগ পত্র…

19 hours ago

ডিসেম্বরে ভারতীয় পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগকারীদের ২৬ হাজার কোটি টাকার লগ্নি

ডিসেম্বর মাসে ভারতীয় পুঁজিবাজার বিদেশী বিনিয়োগকারীদের (এফপিআই) কাছ থেকে ব্যাপক লগ্নি লাভ করেছে। পুঁজিবাজারে জমা…

19 hours ago

আইএসএল: কেরালা ব্লাস্টার্সের দাপুটে জয়, মহামেডান স্পোর্টিং বিপাকে

কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতকাল আইএসএল ফুটবলে কেরালা ব্লাস্টার্স এক দুর্দান্ত পারফরম্যান্সে ৩-০ গোলে মহামেডান…

19 hours ago

৩৭তম বিষ্ণুপুর মেলা: মল্লভূমের ঐতিহ্যের উন্মোচন

বাঁকুড়ার বিষ্ণুপুর আজ থেকে হয়ে উঠেছে ঐতিহ্যের এক নতুন উজ্জ্বল মঞ্চ। সূচনা হয়েছে ৩৭তম বিষ্ণুপুর…

19 hours ago

প্রথিতযশা নৃত্যশিল্পী ও গুরু পৌষালী মুখোপাধ্যায় প্রয়াত

প্রথিতযশা নৃত্যশিল্পী ও গুরু পৌষালী মুখোপাধ্যায় প্রয়াত। শনিবার কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস…

19 hours ago