ঝাড়গ্রাম:- মেঘবিতান ফাউন্ডেশনের উদ্যোগে আজ সাঁওতাল ধানশোলা গ্রামের চল্লিশটি পরিবারকে শীত কম্বল ও কেক বিতরণ করা হল । এদিন সংস্থার সদস্যরা জঙ্গল লাগোয়া গ্রামটিতে গিয়ে কম্বল বিতরণ করার পাশাপাশি গ্রামটিতে সার্ভে করেন। প্রসঙ্গত উল্লেখ্য গ্রামটিতে সকলেই আদিবাসী অধ্যুষিত মানুষের বসবাস। সংস্থার পক্ষ থেকে দৈবকী নন্দন দে বলেন “আমরা প্রতিবছরের মতো এবছরও শীত কম্বল বিতরণ করলাম। বছরের বিভিন্ন সময়ে আমরা নানান কাজকর্ম করে থাকি।”
ল্লিশটি পরিবারকে শীত কম্বল ও কেক বিতরণ
শুক্রবার,০১/০১/২০২১
722