অস্বাভাবিক মৃত্যু হল কর্মরত এক পুলিশ কর্মীর। বুধবার দুপুরে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। সে সময় তাঁর পরনে পুলিশের পোশাক ছিল। জানা গেছে, মৃতের নাম ওয়াশি আহমেদ(৩০)। তিনি বিহারের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, এদিন দুপুরে জগাছার আড়ুপাড়ায় কলকাতা পুলিশের প্রশিক্ষণ কেন্দ্রের একতলার একটি ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি লাগানো অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। বিষয়টি নজরে এলে তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত কলকাতা পুলিশের এই কর্মীর বাড়ি বিহারে। সেখানে তাঁর পরিবার থাকেন। মানসিক অবসাদের কারণেই এই ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যু হাওড়ায়
বৃহস্পতিবার,৩১/১২/২০২০
598