অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ ধৃত যুবক। পুলিশ হেফাজতে নিয়ে চলছে তদন্ত।


সোমবার,২৮/১২/২০২০
729

অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে ধরা পড়ল এক যুবক। ধৃত যুবককে পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত শুরু হয়েছে। জানা গেছে, শনিবার রাতে হাওড়ার দাশনগর থানা এলাকায় বেনারস রোডের সিটিআই ক্রসিংয়ে নাকা চেকিং চলার সময় লিলুয়া সাব ট্রাফিক গার্ডের তল্লাশিতে ওই আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে একটি সাদা অ্যাম্বাসাডর আটকে রুটিন চেকিং চালানোর সময় গাড়ির মধ্যে থেকে একটি সেভেন এম এম পিস্তল ও ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। গাড়ি চালক পিন্টু সিং ওরফে বিল্লিকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। জানা গেছে, ঘটনার দিন রাতে লিলুয়া ট্রাফিক গার্ডের অফিসাররা তাকে আটক করে। বেনারস রোডের সিটিআই ক্রসিংয়ে নাকা চেকিং করছিল ট্রাফিক অফিসারেরা। পুলিশের কাছে খবর ছিল সাদা রঙের অ্যাম্বাসাডর গাড়িতে আগ্নেয়াস্ত্র পাচার করা হচ্ছে।

সেইমতো নাকা চেকিং শুরু হয়। ওই গাড়ি থেকে পিস্তল ও কার্তুজ বাজেয়াপ্ত হয়।গ্রেফতার করা হয় পিন্টু সিংকে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে সে পেশায় গাড়ি চালক। বিভিন্ন জায়গায় গাড়ি ভাড়া দিত সে। গাড়ি নিজেই চালাতো। তার গাড়িতে অত্যাধুনিক পিস্তল এল কিভাবে তদন্ত চলছে। রবিবার ধৃতকে হাওড়া আদালতে পেশ করা হলে তার আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তদন্ত চলছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট