তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে শেষ দিনের বঙ্গধ্বনি যাত্রার প্রচার সারলেন বিধায়ক ইদ্রিস আলী


সোমবার,২৮/১২/২০২০
670

হাওড়া, উলুবেড়িয়া: উলুবেড়িয়ার রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে শেষ দিনের বঙ্গধ্বনি যাত্রার প্রচার সারলেন বিধায়ক ইদ্রিস আলী।সোমবার উলুবেড়িয়া রঘুদেবপুর অঞ্চলে রোম্পা ও ঢাকিদের নিয়ে অভিনব উদ্যোগে বঙ্গধ্বনি যাত্রার মাধ্যমে এলাকা ঘুরে তৃণমূল পরিচালিত সরকারের বিগত দশ বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে দেন বিধায়ক ইদ্রিস আলী।উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের সবথেকে বড় বঙ্গধ্বনি যাত্রা রঘুদেবপুর অনুষ্ঠিত হয়েছে বলে বিধায়ক দাবি করেন।

তৃনমূল সূপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর উচ্ছাসিত হয়ে বাড়ি থেকে মহিলারা বেরিয়ে এসে রিপোর্ট কার্ড সংগ্রহ করেন বিধায়ক ইদ্রিস আলীর হাত থেকে।মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার গর্ব,মমতায় হাল ধরবেন বাংলার।কারণ বিজেপি সব দিক থেকে ব্যর্থ।বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে বাংলা দখলের স্বপ্ন দেখছে বিজেপি ।কিন্তু ঘুম যখন ভেঙে যাবে, তখন দেখবে তাদের সঙ্গে বাংলার মানুষ নেই।দু’চার জন নেতা-কর্মী যারা নিজেদের স্বার্থে বিজেপিতে জয়েন করেছে,তাতে তৃনমূলের কোনো ক্ষতি হবে না।এদিনের বঙ্গধ্বনি যাত্রায় উপস্তিত ছিলেন, রঘুদেবপুর অঞ্চলের প্রধান তিথি দোলুই,উপ প্রধান জুবের আলম, পল্লব গাঙ্গুলী, সঞ্জয় মাইতি,সেখ সাদিক সহ একাধিক তৃনমূল কংগ্রেসের নেতৃত্বেরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট