শুভেন্দু ঝাড়গ্রামে প্রবেশ করতেই তৃণমূলের পক্ষ থেকে উঠল দূর হাটো স্লোগান


সোমবার,২৮/১২/২০২০
663

ঝাড়গ্রাম:– দীর্ঘ ছয় মাস ধরে শুভেন্দু তার পুরনো দল তৃণমূল থাকাকালীন ঝাড়গ্রামে কোন দলীয় কর্মসূচি পালন করতে দেখা যায়নি, বরং তিনি পৃথক ও রাজনৈতিক মঞ্চ তৈরি করে নানা কর্মসূচি পালন করে গেছেন। কয়েকদিন আগেই মেদিনীপুর শহরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহার হাত ধরে বিজেপিতে যোগদানের পর সোমবার ঝাড়গ্রামে দলের সাংগঠনিক আলোচনা করতে শুভেন্দু অধিকারী উপস্থিত হন। দুপুর তিনটের সময় ঝারগ্রাম এর লোধাসুলি তে তিনি প্রথমে উপস্থিত হন এবং গাড়ি থেকে নেমে তাকে অভিবাদন জানানো হয়, পরে বিজেপির কর্মী-সমর্থকেরা বাইক রেলির মাধ্যমে শাশুড়ি থেকে ঝাড়গ্রামে বিজেপির দলীয় কার্যালয়ের দিকে রওনা হয়, চলাকালীন ঝারগ্রাম এর গাডরো তে শুভেন্দু অধিকারীর গাড়িকে লক্ষ্য করে তৃণমূলের পক্ষ থেকে দূর হাঁটাও স্লোগান তোলা হয় নেতৃত্বে ছিলেন ঝাড়্গ্রাম জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ মামনি মুর্মু।

মামুনি মুর্মু বলেন মমতা ব্যানার্জির পাশে আছে, মমতা ব্যানার্জীর উন্নয়নের সাথে আছে; শুভেন্দু অধিকারী এখানে অশান্তি সৃষ্টির জন্য আজ উপস্থিত হয়েছেন, তাই আজ তারা এই দূর হাঁটাও স্লোগান দিয়েছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট