অমর্ত্য সেনের অপমান, বাঙালির অপমান। এই বক্তব্যকে সামনে রেখে সোচ্চার হলেন বাংলার সুশীল সমাজ। শান্তিনিকেতনে নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়ি ঘিরে বিজেপি যে বিতর্ক শুরু করেছে তার যোগ্য জবাব দিতে পথে নামলেন বুদ্ধিজীবীরা। অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি “প্রতিচী”র পাঁচিলের ভিতরে বিশ্বভারতীর জমি আছে বলে অভিযোগ করা হয়। এই অভিযোগ তুলে বিজেপির শীর্ষ নেতারা নোবেলজয়ী অর্থনীতিবিদের নাম করে কুরুচিকর মন্তব্য করেন। যা বাঙালির অপমান বলে মনে করছেন রাজ্যের বুদ্ধিজীবীরা। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বিভিন্ন সময়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন। বিজেপির নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। সেই কারণেই অমর্ত্য সেনের বিরুদ্ধে এই অপপ্রচার চালানো হচ্ছে বলে মনে করছেন বাংলার বুদ্ধিজীবীরা। রবিবার প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় বুদ্ধিজীবীদের পক্ষ থেকে।
উপস্থিত ছিলেন কবি জয় গোস্বামী, সুবোধ সরকার, চিত্রকর শুভাপ্রসন্ন, যোগেন চৌধুরী, নৃশংহপ্রসাদ ভাদুড়ি, চিত্র পরিচালক অরিন্দম শীল, রাজ্যের মন্ত্রী তথা নাট্যকার ব্রাত্য বসু প্রমুখ। বাংলা আকাদেমির সামনে একত্রিত হয়ে প্রতিবাদ সোচ্চার হন বিশিষ্ট জনেরা। চিত্রশিল্পী যোগেন চৌধুরী অভিযোগ করে বলেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন যেহেতু কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে বারংবার সোচ্চার হয়েছেন সে জন্যই তার নামে এই অপপ্রচার চালানো হচ্ছে। এই লজ্জা বাঙালির এই লজ্জা বাংলার।