নতুন বছরেই সপ্তাহে প্রতি সোম, মঙ্গলবার বসবে হাওড়ার মঙ্গলাহাট। রবিবার ঘোষণা করলেন মন্ত্রী অরূপ রায়। আর শনি, রবিবার নয়। ইংরেজি নতুন বছরে হাওড়ার মঙ্গলাহাট বসবে পুরানো রীতি মেনে সোম এবং মঙ্গলবারেই। রবিবার মন্ত্রী অরূপ রায় হাট ব্যবসায়ীদের সামনে এই ঘোষণা করেন। বলা হয়েছে ক্রেতা বিক্রেতা উভয়কেই মানতে হবে কোভিড বিধি। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসনের কর্তারাও। আগামী ৪ঠা জানুয়ারী নতুন বছরের প্রথম সোমবার থেকেই আবার পুরানো নিয়মে সোমবার ও মঙ্গলবার বসবে মঙ্গলাহাট। রবিবার সেই সিদ্ধান্ত জানিয়েছেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। রবিবার হাটের ব্যবসায়ীদের সেই কথা জানান তিনি। এশিয়ার বৃহত্তম কাপড়ের হাটগুলির অন্যতম হাওড়ার শতাধীক বছরের পুরানো মঙ্গলাহাট। করোনা পরিস্থিতিতে গত মার্চ মাস থেকে বন্ধ থাকা সেই হাট খোলার জন্যে বারেবারে আবেদন জানাতে থাকেন ব্যবসায়ীরা। প্রায় ৬ মাস পর শনিবার রাত ১২টা থেকে রবিবার ভোরবেলা পর্যন্ত হাট খোলার অনুমতি দেয় প্রশাসন। কিন্তু গভীর রাতে হাটে দেখা মেলেনি ক্রেতার।
পরে সিদ্ধান্ত বদল করে রবিবার দিনের বেলায় হাট খোলার অনুমতি দেওয়া হয়। সপ্তাহে এক দিন হাট চালু করায় সমস্যায় পড়েন বেশ কিছূ ব্যাবসায়ী। পরে ব্যবসায়ীদের দাবী মেনে শনিবার বিকেল ও রবিবার সকাল দুইদিন হাট বসার অনুমতি মেলে। যদিও শুরু থেকেই আগের নিয়মে সোমবার ও মঙ্গলবার হাটের অনুমতি দাবী করে আসছিলেন হাটের ব্যাবসায়ীরা। এবার অবশেষে সেই অনুমতি পাওয়া গেল। রাজ্যের সমবায় মন্ত্রী ও এলাকার বিধায়ক অরূপ রায় জানান, কয়েকদিন আগে জেলাশাসকের সঙ্গে আলোচনার পরে সোমবার ও মঙ্গলবার হাট চালু করায় সিদ্ধান্ত হয়। রবিবার হাটের ব্যাবসায়ীদের সাথে বৈঠকে বসেন মন্ত্রী। সেই বৈঠকে হাওড়া জেলা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। অরূপবাবু জানান, আগের নিয়মে হাট খোলা হলেও কোভিড নীতি মেনে চলতে হবে ক্রেতা ও বিক্রেতা উভয়পক্ষকেই। মুখে মাস্ক পরতে হবে, সঙ্গে রাখতে হবে স্যানিটাইজার। হাসপাতাল, জেলা পরিষদ, আদালত প্রভৃতি অফিসে যাতায়াতের পথ ছেড়ে বসতে হবে ব্যবসায়ীদের। এই খবরে স্বাভাবিকভাবেই খুশি মঙ্গলাহাটের ব্যাবসায়ীরা।
কলকাতা, ১৬ নভেম্বর ২০২৪:শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের উদ্যোগে আগামী শনিবার রাত থেকে রবীন্দ্র সেতু…
‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে শিক্ষার্থীদের ট্যাব বিতরণের টাকা দুর্নীতির অভিযোগে উত্তাল পশ্চিমবঙ্গ। বহু ছাত্রছাত্রীর ট্যাবের টাকা…
দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লক আজ উত্তাল আবাস যোজনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। বিজেপির ডাকে…
আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের জামুই জেলায় জনজাতীয় গৌরব দিবস উদযাপন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে…
মহারাষ্ট্র বিধানসভায় আগামী ২০শে নভেম্বর একদফায় নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে। ঐ একই দিনে নান্দেথ…
পাহাড়ে সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দার্জিলিং-এর চৌরাস্তায় ‘সরস মেলা’র উদ্বোধন করবেন ।আগামীকাল তিনি যাবেন…