ব্যবসায়ীকে খুনের ছক বানচাল। ধৃত ৩


রবিবার,২৭/১২/২০২০
653

ব্যবসায়ীকে খুনের ছক কষেও শেষরক্ষা হল না। ধরা পড়ল তিন দুষ্কৃতী। হাওড়া সিটি পুলিশের জালে ধরা পড়ে এরা। জানা গেছে, রেলের স্ক্র্যাপ লোহার নিলামকে কেন্দ্র করে ভিন রাজ্য থেকে হুমকি ফোন আসছিল বেলুড়ের বজরংবলি স্ক্র্যাপ মার্কেটের ব্যবসায়ীদের কাছে। শুধু তাই নয়, এক ব্যবসায়ীকে খুনের পরিকল্পনাও করা হয়েছিল। তিনজন ধরা পড়লেও আরও কয়েকজন দুস্কৃতির খোঁজে ভিন রাজ্যে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গুন্ডা ট্যাক্স না পেয়ে কয়েক বছর আগে প্রকাশ্যে খুন করা হন কিষানলাল জৈন নামের এক স্ক্র্যাপ ব্যবসায়ী।ওই ঘটনায় নাম জড়িয়েছিল এক মাফিয়ার। মূলত নেপাল থেকে বজরংবলি মার্কেটের দখল রাখত কুখ্যাত ওই মাফিয়া।

তিনি ধরা পড়ার বেশ কিছুদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। কিন্তু সম্প্রতি আবার ব্যবসায়ীদের কাছে হুমকি ফোন আসা শুরু হয় বলে অভিযোগ। এই হুমকি উপেক্ষা করে নিলামে অংশ নেওয়ার চেষ্টা করায় এক ব্যবসায়ীকে খুনের ছক কষেছিল দুষ্কৃতিরা। গোপন সূত্রে খবর পেয়ে তদন্ত শুরু করে হাওড়া সিটি পুলিশ।

তিনজন ধরা পড়ে। এদের নিজেদের হেফাজতে নিয়ে বাকি অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট