অতিমারি আবহে বড়দিনের উৎসব- মাস্ক স্যানিটাইজার সঙ্গী করেই চিড়িয়াখানা থেকে ভিক্টোরিয়া


শনিবার,২৬/১২/২০২০
4263

কলকাতা : অতিমারি আবহে বড়দিনের উৎসব। মাস্ক স্যানিটাইজার সঙ্গী করেই চিড়িয়াখানা থেকে ভিক্টোরিয়া – ভিড় জমালেন আমবাঙালি। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর ভিড় ছিল অনেকটাই কম। অন্যান্য বছর বড়দিনে প্রায় লক্ষ মানুষের সমাগম হয় আলিপুর চিড়িয়াখানায়।

অতিমারি আবহে সেই ছবিটা অনেকটাই অন্যরকম ছিল শুক্রবার। অন্যান্য বছরের তুলনায় ভিড় ছিল কম। চিড়িয়াখানার বিখ্যাত শিম্পাঞ্জি ‘বাবু’র মুডও যেন অফ। তেমন ‘হম্বিতম্বি’ করতে দেখা গেল না বাঘেদেরও। তবে তাদের দেখতে চিড়িয়াখানায় আসা দর্শকদের উন্মাদনা ছিল যথেষ্টই।

করোনা পরিস্থিতি আঘাত হেনেছে স্বাভাবিক জীবনযাত্রায়। ভীতি কাটিয়ে মাস্ক স্যানিটাইজার সঙ্গী করে এদিন বড়দিনের আমেজ গায়ে মাখান বহু মানুষই।

https://youtu.be/jYs0-Nhvy_E
শহরের বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলিতে কোভিড বিধি মেনে মানুষ বেড়িয়ে পড়েছিলেন

শুধু চিড়িয়াখানা নয়, ভিক্টোরিয়া মেমোরিয়াল সহ শহরের বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলিতে কোভিড বিধি মেনে মানুষ বেড়িয়ে পড়েছিলেন। পুলিশের সতর্কতাও ছিল নজরকাড়া। মাস্ক না পরা ব্যক্তিদের যেমন আটক করা হয় পাশাপাশি কলকাতা পুলিশের পক্ষ থেকে বিতরন করা হয় মাস্ক।
ক্যামেরায় সৌমেনের সঙ্গে বিকাশ ঘোষ বাংলা জাগো।।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট