বাউল শিল্পী ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে বঙ্গধ্বনি যাত্রার প্রচারে বিধায়ক ইদ্রিশ আলি


বৃহস্পতিবার,২৪/১২/২০২০
758

হাওড়া,উলুবেড়িয়া: উলুবেড়িয়ার খলিসানীতে বাউল শিল্পী ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে বঙ্গধ্বনি যাত্রার প্রচারে বিধায়ক ইদ্রিশ আলি। বৃহস্পতিবার খলিসানীতে বাউল শিল্পীরা গানের মাধ্যমে রাজ্য সরকারের উন্নয়ন তুলে ধরলেন।খলিসানী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের হাতে বিগত দশ বছরের রাজ্য সরকারের উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে দেন বিধায়ক ইদ্রিস আলী।প্রবীণ থেকে নবীন সকলেই পা মেলান এই বঙ্গধনী পদযাত্রায়।বিধায়ক রিপোর্ট কার্ড মানুষের হাতে তুলে দিয়ে তাদেরকে বোঝান যে উন্নয়নের কান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আপনারা সকলের কাছে বেশি বেশি করে পৌঁছে দিন।বিধায়ক ইদ্রিস আলী বলেন,

ভারত বর্ষের সবচেয়ে জনপ্রিয় নেত্রী আজ টালির বাড়িতে থাকেন।ভারত বর্ষের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে টালির ঘরে থাকতে দেখা যায় না।বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সমালোচনা করে বিধায়ক বলেন যে তিনি আমাদের মুখ্যমন্ত্রী সহ মহিলাদের ব্যাপারে যা উক্তি করছেন তা শুধু অন্যায় বা অসত্যই নয়,অপরাধ মূলক।বাংলার মহিলারা আজ নয় কাল অসভ্য বর্বর সমাজবিরোধী দিলীপ ঘোষ এর যোগ্য জবাব দেবে। এদিনের বঙ্গধ্বনি যাত্রায়

বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন খলিসানী অঞ্চল সভাপতি গণেশ মন্ডল,বিরোধী দলনেত্রী তথা প্রাক্তন প্রধান বর্ণালী দেড়ে,রঘুদেবপুর অঞ্চলের উপ প্রধান জুবের আলম সহ একাধিক তৃনমূল কংগ্রেসের নেতৃত্বেরা।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট