২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়ার বেলুড় মঠে প্রভু যীশু পুজোর আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবছরেও বেলুড় মঠে যিশুখ্রিস্টের জন্মদিনের আয়োজন করে রামকৃষ্ণ মঠ ও মিশন। সন্ধ্যা আরতির পর শুরু হয় যীশুর আরাধনা। শ্রীরামকৃষ্ণদেবের মন্দিরে প্রভু যীশুর ছবি বসানো হয়। মোমবাতি, ফুল দিয়ে ছবি সাজানো হয়। ছবির সামনে দেওয়া হয় কেক, লজেন্স, ফল, পেস্ট্রি ও মিষ্টি। ক্যারলের মাধ্যমে পুজোর সূচনা হয়। উপস্থিত ছিলেন বেলুড় মঠের সন্ন্যাসীরা। পরে যীশুর জন্মকাহিনী পাঠ করা হয়। এবার করোনা আবহে সাধারণ দর্শনার্থীদের জন্য এই পুজো দেখার অনুমতি ছিল না। মঠের নিয়ম মেনে ২৪ ডিসেম্বর মঠের সন্ধ্যা আরতির পরেই শুরু হয় এই বিশেষ অনুষ্ঠান। বিশেষ প্রার্থনা সঙ্গীত, বাইবেল পাঠের মধ্যে দিয়ে এই উৎসব পালন করা হয়।এবার কোভিড পরিস্থিতির জন্য সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে। তাই আজকের এই অনুষ্ঠানে শুধুমাত্র মঠের সন্ন্যাসীরাই উপস্থিত ছিলেন।
যথাযোগ্য মর্যাদায় বেলুড় মঠে যীশু পুজো
বৃহস্পতিবার,২৪/১২/২০২০
1569