নতুন গুন্ডা বিজেপিতে জয়েন করেছে। নাম না করে শুভেন্দুকে আক্রমণ সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়ের।


বৃহস্পতিবার,২৪/১২/২০২০
761

হাওড়া: “নতুন গুন্ডা জয়েন করেছে বিজেপিতে। গুন্ডামিতো একটু চলবেই। হঠাৎ করে যদি পার্টি অফিস কোথাও কেউ করে, চিন্তার কিছু নেই। পাল্টা আমরাও সেটাকে দখলমুক্ত করব।” বুধবার রামনগরে তৃণমূলের পার্টি অফিসে হামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় ওই মন্তব্য করেন। পাশাপাশি, কারও নাম না নিয়ে তিনি বলেন, “হলদিয়া ডকে কাপ্তানি কে করেছে সেতো সবাই জানে। ট্রাক বের করার জন্য পাঁচশ করে রেট কার অঙ্গুলিহেলনে চলে সেতো সবাই জানে। কন্ট্রাক্টরদের রাজার রাজা কে সেতো সবাই জানে। একসময়ে লক্ষ্মণ শেঠের কথা ছাড়া পাতা এদিক থেকে ওদিকে নড়ত না। এখনতো নতুন একটা গুন্ডার জন্য তাই হয়েছে। সব গুন্ডামি দেখে নেব।” কল্যাণবাবু বলেন, “বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতকদের জায়গাতেই থাকে। মীরজাফরকে বাংলার মানুষ কখনও মেনে নেয়নি। ব্রিটিশ কখনও বেইমানদের জায়গা দেয়নি।” রামনগরে তৃণমূল পার্টি অফিসে হামলা নিয়ে কর্মীরা আতঙ্কিত কিনা, সেই প্রশ্নের জবাবে কল্যাণ বন্দোপাধ্যায় বলেন, “কর্মীদের কাছে আতঙ্কের কোনও জায়গা নেই। গত তিন চারদিনে কর্মীরা অনেক ঐক্যবদ্ধ হয়ে গেছেন।” এদিন রাজীব বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তিনি এড়িয়ে যান। উল্লেখ্য, বুধবার হাওড়ার জগদীশপুরে বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচিতে যোগ দেন সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট