কলকাতা : ট্রামের ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে ‘ট্রাম ওয়ার্ল্ড কলকাতা’ এখন গড়িয়াহাট ট্রাম ডিপোয়।কলকাতা ট্রাম কোম্পানির ১৪০তম বর্ষপূর্তির দিনে চালু হল ঐতিহ্যবাহী প্রাচীন ট্রামগুলির নয়া গ্যালারি।পুরনো দিনের ট্রাম সংরক্ষণের ভাবনা থেকে রাজ্য পরিবহণ নিগমের এই উদ্যোগ। প্রথম পর্যায়ে বারোটি ট্রামকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। পুরনো কলকাতার কে এবং এল শ্রেণির ট্রাম-সহ বিভিন্ন আমলের মোট ১২টি ট্রাম নতুন ভাবে সাজিয়ে তৈরি হয়েছে ওই ট্রামের দুনিয়া। খুব শীঘ্রই পুরনো আমলের আরও ১২ টি ট্রামকে সাজিয়ে তোলা হচ্ছে। প্রায় ধ্বংস হতে বসা বা কাটাই হওয়ার অপেক্ষায় থাকা শ’খানেক ট্রামের মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে ট্রামগুলিকে। শুধু কলকাতা নয়, ট্রাম ওয়ার্ল্ডে ঠাঁই পেয়েছে ইউরোপ, এশিয়া, আফ্রিকা, আমেরিকা এবং অস্ট্রেলিয়ার ট্রামও। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা নতুন ভাবে সাজানো এইসব ট্রামগুলি থেকে ট্রামের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি ছবি দেখা, গান শোনা এবং আড্ডা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে ঐতিহ্যের ট্রামে। ট্রাম কোম্পানির বিভিন্ন ডিপোয় এবং ট্রামের মধ্যে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীও স্থান পেয়েছে ট্রাম গুলির মধ্যে। বিনোদনের জন্য থাকছে ফুড জ়োন-ও।
রাজ্য পরিবহণ নিগমের ডিরেক্টর রাজনবীর সিংহ কপূর বলেন, ‘‘আমরা এটিকে নিছক ট্রামের জাদুঘর বলছি না। ট্রাম সম্পর্কে জানার পাশাপাশি এখানে ট্রামের সঙ্গে সময়ও কাটানোর ব্যাবস্থাও রাখছি। তিনি বলেন, গড়িয়াহাট ট্রাম ডিপো পরিদর্শন করতে এসে ভগ্নপ্রায় ট্রামগুলি নজরে পড়ে। তখন থেকেই নতুন ভাবনা শুরু হয়। কলকাতার এই ঐতিহ্যবাহী যানকে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে বেছে নেওয়া হয় এই ট্রাম ডিপোটিকে। শুধুমাত্র ভগ্নপ্রায় ট্রামগুলিকে সংস্কার করে রাখা নয়, দুষ্প্রাপ্য ছবির সম্ভার এখানে প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। স্থায়ী প্রদর্শনের জন্য সাজানো হয়েছে সাদাকালো ছবি দিয়ে। এইসব ছবির মধ্য দিয়ে প্রাচীন কলকাতাকে চিনে নিতে পারবে এ প্রজন্মের মানুষ। কল্লোলিনী কলকাতার সঙ্গে যানবাহনের যে ব্যাপক বিবর্তন ঘটেছে তাও চোখে ভেসে উঠবে নতুন প্রজন্মের সামনে। ট্রাম ওয়ার্ল্ড কলকাতা যেন ইতিহাসের সরণিতে নয়া যাত্রা।
মোহনবাগান সুপার জায়ান্ট ১২ এপ্রিল ২০২৫ তারিখে যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত আইএসএল ২০২৪-২৫ ফাইনালে বেঙ্গালুরু এফসিকে…
১২ এপ্রিল ২০২৫, আইপিএল ২০২৫-এর এক উত্তেজনাপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ (SRH) ২৪৬ রানের বিশাল লক্ষ্য…
দক্ষিণী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া এবার পর্দায় হাজির হচ্ছেন এক রহস্যময় চরিত্রে। তাঁর…
কলকাতার দক্ষিণ অঞ্চলে বৃহস্পতিবার রাতে হেনস্থার শিকার হন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। ব্যাডমিন্টন খেলে…
ঢাকা, ১৩ এপ্রিল ২০২৫:গাজায় চলমান মানবিক বিপর্যয় ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঢাকায় হাজারো মানুষ রাস্তায়…
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ওয়াকফ (সংশোধনী) আইনের বিরুদ্ধে চলমান বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। গত কয়েক দিনে…