ট্রামের দুনিয়া – ‘ট্রাম ওয়ার্ল্ড কলকাতা’ এখন গড়িয়াহাট ট্রাম ডিপোয়

কলকাতা : ট্রামের ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে ‘ট্রাম ওয়ার্ল্ড কলকাতা’ এখন গড়িয়াহাট ট্রাম ডিপোয়।কলকাতা ট্রাম কোম্পানির ১৪০তম বর্ষপূর্তির দিনে চালু হল ঐতিহ্যবাহী প্রাচীন ট্রামগুলির নয়া গ্যালারি।পুরনো দিনের ট্রাম সংরক্ষণের ভাবনা থেকে রাজ্য পরিবহণ নিগমের এই উদ্যোগ। প্রথম পর্যায়ে বারোটি ট্রামকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। পুরনো কলকাতার কে এবং এল শ্রেণির ট্রাম-সহ বিভিন্ন আমলের মোট ১২টি ট্রাম নতুন ভাবে সাজিয়ে তৈরি হয়েছে ওই ট্রামের দুনিয়া। খুব শীঘ্রই পুরনো আমলের আরও ১২ টি ট্রামকে সাজিয়ে তোলা হচ্ছে। প্রায় ধ্বংস হতে বসা বা কাটাই হওয়ার অপেক্ষায় থাকা শ’খানেক ট্রামের মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে ট্রামগুলিকে। শুধু কলকাতা নয়, ট্রাম ওয়ার্ল্ডে ঠাঁই পেয়েছে ইউরোপ, এশিয়া, আফ্রিকা, আমেরিকা এবং অস্ট্রেলিয়ার ট্রামও। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা নতুন ভাবে সাজানো এইসব ট্রামগুলি থেকে ট্রামের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি ছবি দেখা, গান শোনা এবং আড্ডা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে ঐতিহ্যের ট্রামে। ট্রাম কোম্পানির বিভিন্ন ডিপোয় এবং ট্রামের মধ্যে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীও স্থান পেয়েছে ট্রাম গুলির মধ্যে। বিনোদনের জন্য থাকছে ফুড জ়োন-ও।

রাজ্য পরিবহণ নিগমের ডিরেক্টর রাজনবীর সিংহ কপূর বলেন, ‘‘আমরা এটিকে নিছক ট্রামের জাদুঘর বলছি না। ট্রাম সম্পর্কে জানার পাশাপাশি এখানে ট্রামের সঙ্গে সময়ও কাটানোর ব্যাবস্থাও রাখছি। তিনি বলেন, গড়িয়াহাট ট্রাম ডিপো পরিদর্শন করতে এসে ভগ্নপ্রায় ট্রামগুলি নজরে পড়ে। তখন থেকেই নতুন ভাবনা শুরু হয়। কলকাতার এই ঐতিহ্যবাহী যানকে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে বেছে নেওয়া হয় এই ট্রাম ডিপোটিকে। শুধুমাত্র ভগ্নপ্রায় ট্রামগুলিকে সংস্কার করে রাখা নয়, দুষ্প্রাপ্য ছবির সম্ভার এখানে প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। স্থায়ী প্রদর্শনের জন্য সাজানো হয়েছে সাদাকালো ছবি দিয়ে। এইসব ছবির মধ্য দিয়ে প্রাচীন কলকাতাকে চিনে নিতে পারবে এ প্রজন্মের মানুষ। কল্লোলিনী কলকাতার সঙ্গে যানবাহনের যে ব্যাপক বিবর্তন ঘটেছে তাও চোখে ভেসে উঠবে নতুন প্রজন্মের সামনে। ট্রাম ওয়ার্ল্ড কলকাতা যেন ইতিহাসের সরণিতে নয়া যাত্রা।

admin

Share
Published by
admin

Recent Posts

চীনা মাস্টার্স ব্যাডমিন্টন: সেমিফাইনালে ভারতের চিরাগ শেট্টি ও সাত্তিক সাইরাজ রণকি রেড্ডি

চীনের সেনজেনে আজ চীনা মাস্টার্স ব্যাডমিন্টনের সেমিফাইনালে ভারতের চিরাগ শেট্টি ও সাত্তিক সাইরাজ রণকি রেড্ডি…

18 hours ago

গোয়ায় চলছে ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব: তৃতীয় দিনের আকর্ষণ

গোয়ায় জমকালো পরিবেশে চলছে ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ইফি)। চলচ্চিত্রপ্রেমীদের জন্য এই উৎসব এক অনন্য…

18 hours ago

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক এজেন্ডা: ধনকুবের স্কট বেসেন্ট ট্রেজারি সেক্রেটারি হিসেবে মনোনীত

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদে ধনকুবের স্কট বেসেন্টকে ট্রেজারি সেক্রেটারি…

18 hours ago

তথ্য সুরক্ষা সুনিশ্চিত করতে নতুন আইনি রূপরেখা আনতে চলেছে ভারত সরকার: পীযূষ গোয়েল

তথ্য সুরক্ষার বিষয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারত সরকার। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন,…

2 days ago

জ্ঞানভাপী মসজিদ: ওজুখানায় শিবলিঙ্গের দাবিতে মসজিদ কমিটির বক্তব্য তলব

জ্ঞানভাপী মসজিদের ওজুখানায় শিবলিঙ্গ থাকার দাবিতে হিন্দু পুণ্যার্থীদের আবেদনের প্রেক্ষিতে আদালত মসজিদ কমিটির অবস্থান জানতে…

2 days ago

বঙ্গে ঘূর্ণিঝড় ফেঙ্গালের প্রভাব: আংশিক মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস

কলকাতা, ২২ নভেম্বর ২০২৪:বঙ্গোপসাগরে তৈরি হতে চলা ঘূর্ণিঝড় ফেঙ্গাল পশ্চিমবঙ্গের আবহাওয়ায় প্রভাব ফেলতে শুরু করেছে।…

2 days ago