কলকাতা : মঙ্গলবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ বাইপাস লাগোয়া বেঙ্গল কেমিক্যাল মোড়ের কাছে ধুলেমাঠ বস্তিতে আচমকাই আগুন লেগে যায়। চোখের নিমেষে ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। দাউদাউ করে জ্বলতে শুরু করে ঝুপড়িগুলি। তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। এর পাশেই রয়েছে ‘পূর্বাশা’ আবাসন। আবাসনেও আগুন ছড়িয়ে পড়ার উপক্রম হয়। প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু পরিস্থিতি ক্রমে আয়ত্বের বাইরে যেতে থাকে। ঘটনাস্থলে ছুটে আসে দমকলে একাধিক ইঞ্জিন। পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল বাহিনীকে।
অবশেষে বহু চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা জানা যায়নি। দমকল আধিকারিকেরা তা খতিয়ে দেখছে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমান পাওয়া যায়নি। রাতেই ঘটনাস্থলে ছুটে যান কলকাতা পুরসভা এবং রাজ্য প্রশাসনের কর্তারা।