কোনা হাইস্কুলের সামনে অভিভাবকেরা ক্ষোভে ফেটে পড়েন


বুধবার,২৩/১২/২০২০
746

হাওড়া: প্রাথমিক বিভাগ থেকে উচ্চমাধ্যমিক বিভাগে ভর্তি না নেওয়ায় অভিভাবকদের বিক্ষোভ হল হাওড়ায়। বুধবার সকালে কোনা হাইস্কুলের সামনে অভিভাবকেরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, প্রাইমারি বিভাগের তরফ থেকে ছাত্রদের নামের লিস্ট করে উচ্চমাধ্যমিক বিভাগে ভর্তি নেওয়ার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু স্কুলের উচ্চমাধ্যমিক বিভাগ সেই লিস্ট ছিঁড়ে ফেলে দেয়। এই নিয়ে এদিন সকালে স্কুলের সামনে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। অবরোধ হয় রাস্তা। যানজট ছড়িয়ে পড়ে। দাশনগর থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। এদিন বিক্ষোভরত অভিভাবকরা স্কুলের গেটেও তালা ঝুলিয়ে দেন। অবিলম্বে প্রাথমিক বিভাগের ছাত্রদের উচ্চমাধ্যমিক বিভাগে ভর্তি নেওয়ার দাবি তোলেন তাঁরা।

বিজ্ঞাপন
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট