তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ পরে এক অভিনব উদ্যোগ


মঙ্গলবার,২২/১২/২০২০
700

হাওড়া,উলুবেড়িয়া: উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলীর নেতৃত্বে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ পরে এক অভিনব উদ্যোগে বঙ্গধ্বনি যাত্রা দেখা গেল উলুবেড়িয়া ১৮ ও ১৯ নং ওয়ার্ডে।

বঙ্গধ্বনি যাত্রার মাধ্যমে ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের হাতে তৃনমূল পরিচালিত রাজ্য সরকারের বিগত ১০ বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে দেন বিধায়ক ইদ্রিস আলী।জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মন্ধে,এবং নিজের সম্মন্ধে কোনো অভিযোগ আছে কি না খোলাখুলি ভাবে সাধারণ মানুষের কাছে জানতে চান বিধায়ক ইদ্রিস আলী।উত্তরে সাধারণ মানুষ বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়-ই শেষ কথা ও আপনার উপরেও কোনো অভিযোগ নেই।কিছু লোকাল নেতৃত্বর প্রতি ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ, বেশিরভাগ বিরোধী ওয়ার্ড গুলিতে।তিনি আরও বলেন ইতি মধ্যেই “বঙ্গধ্বনি” যাত্রা যে ভাবে সাড়া ফেলেছে এ এক রেকর্ড গড়ে তুলবে পৃথিবীর বুকে এবিষয়ে কোনো সন্দেহ নেই।

শুধুমাত্র বক্তৃতার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি বলেই শান্ত হননি বিধায়ক ইদ্রিশ আলি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ পরে ও দলীয় নেতা কর্মীদেরও মুখোশ পরিয়ে ১৮ ও ১৯ নং ওয়ার্ড চোষে ফেললেন নেতা কর্মীদের নিয়ে।তিনি আরও বলেন ইতি মধ্যেই “বঙ্গধ্বনি” যাত্রা যে ভাবে সাড়া ফেলেছে এ এক রেকর্ড গড়ে তুলবে পৃথিবীর বুকে এ বিষয়ে কোনো সন্দেহ নেই।উপস্তিত ছিলেন কো- অডিনেটর পম্পা ধাড়া, তৃণমূল নেতা উত্তম ধাড়া, সেখ সেলিম,ছাত্র নেত্রী প্রীতি পাঁজা, সমাপ্তি কোদালি ও ছাত্র নেতা দীপ নারায়ন চৌধুরী সহ একাধিক তৃনমূল কংগ্রেসের কর্মীরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট