বঙ্গধ্বনি যাত্রা উত্তর হাওড়াতেও


মঙ্গলবার,২২/১২/২০২০
691

হাওড়া: উত্তর হাওড়ার ১৪ নম্বর ওয়ার্ডে সোমবার প্রাক্তন কাউন্সিলর লক্ষ্মী সাহানির নেতৃত্বে বঙ্গধ্বনি যাত্রা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা প্রাক্তন মেয়র পারিষদ গৌতম চৌধুরী। ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিস থেকে ওই মিছিল শুরু হয়। এরপর রেলওয়ে কলোনি হয়ে মুখরাম কানোরিয়া রোড, ডবসন রোড হয়ে তৃণমূল পার্টি অফিসে মিছিল শেষ হয়। প্রায় তিন কিলোমিটার পথ পরিক্রমা করে এই মিছিল। গৌতম চৌধুরী বলেন, “আমরা যখন থেকে দল করতাম তখন কোনও নেতাকে দেখিনি। দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে আর হাওড়ার অরূপ রায়কে। যদি দলের মধ্যে কারোর কোনও অসুবিধা হয়, দলের মধ্যে আলোচনা করে তার সমাধান করা হবে। কিন্তু সেই সুযোগ নিয়ে কোনও বিরোধী দল যদি  সুবিধা নিতে চায় ? যদি কোনও সাপ ফণা তুলতে চায় তবে সাপের বিষ গুঁড়িয়ে দেব।”

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট