ডায়ানোসরের মতোই পৃথিবী থেকে তৃণমূলও একদিন মুছে যাবে। দিদিমণি আর ভাইপো বিজেপিতে চলে আসবেন। হাওড়ায় বললেন অগ্নিমিত্রা


সোমবার,২১/১২/২০২০
909

ডায়ানোসরের মতোই পৃথিবী থেকে তৃণমূলও একদিন মুছে যাবে। দিদিমণি আর ভাইপো বিজেপিতে চলে আসবেন। হাওড়ায় বললেন অগ্নিমিত্রা। দিকে দিকে নারী নিগ্রহ, ধর্ষণ ও খুনের প্রতিবাদে সারা রাজ্য ব্যাপী বিজেপি মহিলা মোর্চার ধর্না কর্মসূচিকে সামনে রেখে হাওড়াতেও আজ বঙ্গবাসী মোড়ে মেট্রো চ্যানেলে ধর্না ও জেলাশাসকের অফিসে ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে অগ্নিমিত্রা পল ওই মন্তব্য করেন। তিনি বলেন, “ডায়ানোসরের মতোই তৃণমূল দল পৃথিবী থেকে মুছে যাবে।” তাঁর দাবি, “দিদিমণি ও ভাইপো তাঁদের দলে আসবেন। শুদ্ধিকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে দস্যু রত্নাকর যেমন বাল্মিকীতে রূপান্তরিত হয়েছিল তেমনই এদেরও শুদ্ধিকরণ হবে।”

এদিন বিজেপি মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী বনথী শ্রীনিবাসন বলেন, ( Vanathi Srinivasan BJP Mahila Morcha President ) “রাজ্যে ক্ষমতায় আসার পরই নেতা নির্বাচন করা হবে। পুরুষ বা নারী সেটা বড় কথা নয়, তাঁর মধ্যে রাজ্যের বাসিন্দাদের প্রতি মাতৃসম সত্ত্বা থাকতে হবে।” শুধু তাই নয়, প্রশান্ত কিশোরকে কটাক্ষ করে তিনি আরও জানান, “উনি তো বিহারেরও দায়িত্ব নিয়েছিলেন সেখানেও উনি সফল হননি। ভোটের আগেই তৃণমূল শিবিরের ৯০ শতাংশ বিজেপিতে যোগ দেবেন।”

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট