বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির বিষ্ণুপুরের সংসদ তথা বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ’র স্ত্রী সুজাতা খাঁ মন্ডল


সোমবার,২১/১২/২০২০
909

বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির বিষ্ণুপুরের সংসদ তথা বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ’র স্ত্রী সুজাতা খাঁ মন্ডল। নিজের পুরনো দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনলেন তিনি। সোমবার তৃণমূল ভবনে সুজাতা খাঁ মন্ডলের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন দলের বর্ষিয়ান নেতা তথা লোকসভার সাংসদ সৌগত রায়। উপস্থিত ছিলেন দলের মুখপাত্র কুনাল ঘোষ। সুজাতা খাঁ মন্ডল বলেন, ভারতীয় জনতা পার্টি যোগ্য লোকের সম্মান দেয় না। উড়ে এসে জুড়ে বসা লোকদের গুরুত্ব দেওয়া হচ্ছে। যারাই আসছে তাদের মুখ্যমন্ত্রী আর উপ মুখ্যমন্ত্রীর টোপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

৬ জন মুখ্যমন্ত্রী, ১৩ জনকে উপমুখ্যমন্ত্রী পদে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানান সুজাতা। তার প্রশ্ন, বিজেপির মুখ কে?

শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান সম্পর্কে বলেন, পচা আলুদের দিয়ে ঘর ভরানো হচ্ছে। ধান্দাবাজ আর দুর্নীতিবাজদের নিয়ে ঘর ভরানো হচ্ছে। দুষ্টু গরুর চেয়ে শূণ্য গোয়াল ভাল। হয়ত মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিল। ধান্দাবাজ, স্বার্থপর, লোভী মানুষের নাম বলতে চাই না। চ্যালেঞ্জ নিতে ভালবাসি। তৃণমূলের সুঃসময় শুরু হয়েছে।

দুষ্টু গরু, দুর্ণীতিবাজরা যত বেড়িয়ে যাবে ততই সুঃসময় ফিরবে তৃণমূলের। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁও কি তৃণমূলে যোগ দিচ্ছেন? জবাবে সুজাতা বলেন, আগামী দিনে কে বলতে পারে আমার এই পদক্ষেপে সৌমিত্রও সামিল হবে না? সম্ভাবনার ইঙ্গিত দিয়ে রাখলেন সৌমিত্রের স্ত্রী।
তৃণমূল কংগ্রেসে প্রকৃত সম্মান পাবো এই আশা করে এসেছি। তাঁর কথায় স্বামীকে জেতানোর লক্ষ্যে বিজেপিতে তৃণমূলে যোগদিন, সুবুদ্ধি হোক, সম্মান নিয়ে কাজ করতে তৃণমূলে যোগ দিন সৌমিত্র। এই বার্তা সুজাতার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট