ভারতে প্রথম ডাবল ডেকার চুল্লি গড়ে উঠছে কলকাতায়


রবিবার,২০/১২/২০২০
823

শম্পা সরদার: ভারতের মধ্যে প্রথম কলকাতাতে। ধাপার মাঠে নির্মাণ করা হয়েছে একজোড়া ডবল ডেকার চুল্লি। অত্যাধুনিক এই ডাবল ডেকার চুল্লি শীঘ্রই উদ্বোধন হতে চলেছে। ভারতের মধ্যে কলকাতায় প্রথম গড়ে উঠছে এক জোড়া ডাবল ডেকার চুল্লি।ধাপার মাঠে এই অত্যাধুনিক চুল্লি নির্মাণের কাজ প্রায় শেষ। সময় লেগেছে চার মাস। এমাসে চালু হতে চলেছে একটি। অন্যটি জানুয়ারিতে।

https://youtu.be/mmhrprg3LXE

ধাপার শ্মশানে দুটি চুল্লিতে মূলত বেওয়ারিশ লাশ দাহ করা হত। করোনা আক্রান্তদের মৃতদেহ সাধারন শ্মশানে দাহ করার ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে এই শ্মশানটিকে নির্দিষ্ট করা হয়। মৃতদেহের চাপ বাড়ায় নতুন দুটি চুল্লি তৈরির সিদ্ধান্ত হয়। এই নতুন দুটি চুল্লি গড়ে উঠেছে ডাবল ডেকার। উদ্বোধন হতে চলেছে শীঘ্রই।

প্রতিটি চুল্লি বানাতে দু’কোটি টাকা করে খরচ হয়েছে। এক জোড়া এই ডাবল ডেকার চুল্লি পুরোদমে চালু হয়ে গেলে পুরনো দুটি চুল্লির সংস্কারের কাজ শুরু হবে বলে জানিয়েছেন কলকাতা পুরসভার প্রশাসনিক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিম।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট