অমিত শা যদি বিবেকানন্দের আদর্শ মানতেন তাহলে গুজরাটের দাঙ্গা হত না ?


রবিবার,২০/১২/২০২০
674

কলকাতা :: বিবেকানন্দের নীতি যারা মানেন না তারা বিবেকানন্দের মূর্তিতে মালা দিচ্ছেন। যদি অমিত শা বিবেকানন্দের আদর্শ মানতেন তাহলে গুজরাটের দাঙ্গা হত না। চাষিদের জন্য লড়াই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই চাষিদের অধিকার হরন করে কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছে অমিত শাহরা। এই নীতিভ্রস্ট মানুষ বাংলায় এসে বাংলাকে দখল নিতে চাইবে তা বাঙালি মেনে নেবে না। মন্তব্য করলেন ফিরহাদ হাকিম।

https://www.youtube.com/watch?v=_cLAeHgLnZs
বাংলা এক্সপ্রেস ইউটিউব চ্যানেল

কেন্দ্রীয় মন্ত্রীরা দখলের রাজনীতি করছে বলে অভিযোগ করেন তিনি। কৃষি আইন বলবৎ করার লক্ষ্যে বাংলাকে দখল করতে চাইছে বিজেপি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট