বিধায়ক ইদ্রিস আলীর নেতৃত্বে নবম দিনের বঙ্গধ্বনি যাত্রা


শনিবার,১৯/১২/২০২০
667

হাওড়া, উলুবেড়িয়া: উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিধায়ক ইদ্রিস আলীর নেতৃত্বে নবম দিনের বঙ্গধ্বনি যাত্রা সিজবেড়িয়া জামে মসজিদের কাছ থেকে শুরু হয়ে ২২ নং ওয়ার্ডে বিভিন্ন এলাকা ঘুরে উলুবেরিয়া মহাকুমা আদালতের কাছে শেষ হয়। বঙ্গধ্বনি যাত্রার মধ্যে বিধায়ককে এলাকার মানুষ পুষ্প বৃষ্টির মাধ্যমে অভ্যর্থনা জানান।২২ নং ওয়ার্ডে পাশাপাশি এদিন সকাল থেকেই উলুবেড়িয়া ২৩ ও ২৪ নং ওয়ার্ডে বিভিন্ন এলাকায় বঙ্গধ্বনি যাত্রা মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের তৃণমূল কংগ্রেসের পরিচালিত সরকারের বিগত ১০ বছরের উন্নয়নের খতিয়ানের রিপোর্ট কার্ড তুলে দেন বিধায়ক ইদ্রিস আলী।

বিধায়ক ইদ্রিশ আলি বলেন মমতা ব্যানার্জির মস্তিক প্রসূত বঙ্গধনী যাত্রা এবং দুয়ারে দুয়ারে মানুষের কাছে পৌঁছানো এটা ইতিহাস হয়ে থাকবে ।বিধায়ক ইদ্রিশ আলি,শুভেন্দু অধিকারীর নাম না উল্লেখ করে বলেন, দু’চারজন তৃনমূল কংগ্রেস ছেড়ে চলে গেলেও তৃনমূল কংগ্রেসের কোন ক্ষতি হবে না। বাংলার মানুষ পুনরায় মমতা ব্যানার্জিকে তৃতীয় বারের জন্য মূখ্যমন্ত্রী করবেন।।

https://youtu.be/zr2eCRZuL-o

বিধায়ক ছড়াও এদিনের বঙ্গধ্বনি যাত্রায় উপস্থিত ছিলেন,২২ নং ওয়ার্ডের সভাপতি নাসিম আহমেদ,স্বামী পরমানন্দ মহারাজ,রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান তথা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জুবের আলম, তৃণমূল কংগ্রেস নেতা রফিকুল মল্লিক, সেখ নাজিমউদ্দিন, সেখ শাহনওয়াজ, মিরাজুল শামীম, সেখ বাবুলাল, অনুপম হালদার ,সেখ রাজ প্রমুখ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট