“ভারতমাতাই আমার মা, অন্য কেউ না”:শুভেন্দু অধিকারী


শনিবার,১৯/১২/২০২০
813

পশ্চিম মেদিনীপুর:– মেদিনীপুর কলেজ ময়দানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র অমিত শাহের জনসভায় আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী। বিজেপির মঞ্চ থেকে নাম না করে মমতাকে খোঁচা দিয়ে বললেন ভারতমাতাই আমার মা অন্য কেউ না।শুভেন্দু বলেন “তৃণমূলের সঙ্গে সম্পর্ক ত্যাগ প্রসঙ্গে তাঁকে ‘বিশ্বাসঘাতক’ বলছে তাঁর পুরনো দল। বলছে মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা! কে মা! আমার মায়ের নাম গায়ত্রী অধিকারী। আমার মা ভারতমাতা স্বামী বিবেকানন্দের আরাধ্য দেবী। এছাড়া আর কেউ আমার মা নয়”। বিজেপিতে যোগ দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘বড়ভাই’ বলে সম্বোধন করেন শুভেন্দু অধিকারী।এদিন শুভেন্দু তো’প দাগেন তৃণমূলের দিকে। তিনি বলেন “তৃণমূল বলছে পদের লোভে বিজেপিতে গিয়েছে শুভেন্দু। পদের লোভে নয় কর্মী হিসেবে যোগ দিয়েছি বিজেপিতে। আশ্বস্ত করছি বুথে বুথে পাড়ায় পাড়ায় পাবেন আমাকে। শুভেন্দু মা’তব্বরি করতে আসেনি। কর্মী হিসেবে কাজ করবে। পতাকা লাগাতে বললে লাগব। দেওয়াল লিখন বললে লিখব।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট