অমিত শাহের সবার আগে মেদিনীপুর শহর জুড়ে পড়লো পোস্টার


শনিবার,১৯/১২/২০২০
744

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর: অমিত শাহের সবার আগে মেদিনীপুর শহর জুড়ে পড়লো পোস্টার, যেখানে পশ্চিম মেদিনীপুর কৃষক সবার পক্ষ থেকে “কৃষক বিরোধী অমিত শাহ মেদিনীপুর ছাড়ো”লেখা একাধিক পোস্টার পড়লো গোটা শহর জুড়ে, পাশাপাশি শুভেন্দু অধিকারীর নিউ পোস্টার পরল শহর জুড়ে যেখানে লেখা আছে “আমরা দাদার অনুগামী ছিলাম” পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক পোস্টার,যেখানে পষ্ট ভাবে লেখা আছে প্রকৃত জননী তাহলে বিজেপিতে নয় নতুন দল করতে হয়, ছি: শুভেন্দু ছি:, জানি অবশ্য অনুগামীদের সাফাই অন্যরকম, জানা গিয়েছে যারা পোস্টার দিয়েছে তারা প্রকৃতপক্ষে দাদার অনুগামী ছিলেন না, এই দুই ধরনের পোস্টার শহরে পড়ায় শুরু হয়েছে রাজনৈতিক মহলের চর্চা।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট