কলকাতা : শহর জুড়ে ফের শুভেন্দু অধিকারীর পোস্টার। এবার পোস্টারে নতুন সারথি বলে উল্লেখ। আমরা তোমার সঙ্গে আছি। তবে এবার একটা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের এর পক্ষ থেকে পড়ল পোস্টার। গড়িয়াহাট, গোলপার্ক সহ রাসবিহারী মোড়ে পড়েছে পোস্টার। Fabso নামে এই সংগঠনের এর পক্ষ থেকে দক্ষিণ কলকাতা জুড়ে এবার পড়েছে এই পোস্টার।
শহর জুড়ে ফের শুভেন্দু অধিকারীর পোস্টার
শুক্রবার,১৮/১২/২০২০
725