জেলা নেতৃত্ব ও দলীয় কর্মকর্তাদের সাথে নিয়ে চায়ে সে চর্চায় যোগ দান করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু


বৃহস্পতিবার,১৭/১২/২০২০
717

নদীয়া কৃষ্ণনগর :– নদিয়ার কৃষ্ণনগরে এসে জেলা নেতৃত্ব ও দলীয় কর্মকর্তাদের সাথে নিয়ে চায়ে সে চর্চায় যোগ দান করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। বুধবার সকালে কৃষ্ণনগর শক্তিনগর গার্লস হাই স্কুল সংলগ্ন এলাকা পরিদর্শনের পাশাপাশি চা-চক্র কর্মসূচি পালন করতে এসে তৃণমূল নেতাকর্মীদের চাল চোর, ডাল চোরের সাথে তুলনা করলেন এই বিজেপি নেতা। তিনি বলেন, তৃণমূল নেতারা ভোরবেলায় উঠতে পারেন না,কারণ সারা রাত ধরে তাঁরা সাধারণ মানুষের বাড়িতে উঁকিঝুঁকি মারেন চালডাল চুরি করার জন্য। পাশাপাশি রাত জেগে কাটমানির কালো টাকা লুকিয়ে রাখার পরিকল্পনা করেন তাঁরা। সেই কারণেই ভোরবেলায় উঠতে পারেন না তৃণমূল নেতারা বলেও এইদিন তৃণমূল নেতৃত্বের উদ্দেশ্যে কার্যত উপহাস করেন সান্তনু বাবু।

দীর্ঘ আট বছর ক্ষমতায় রয়েছে তৃণমূল সরকার কৃষ্ণনগরের সাংসদ, বিধায়ক, জেলা পরিষদ, পৌরসভা সবকিছু তৃণমূলের দখলে হলেও বিগত দিনে শহরে কোন উন্নয়নের কাজ হয়নি বলে এইদিন শহরের রাস্তাঘাট ও পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে দাবি করেন সায়ন্তন বাবু। পূর্বে বিজেপি নেতা জুলু বাবু ক্ষমতায় থাকাকালীন তিনি শহরের মানুষের জন্য যা উন্নয়ন করে গিয়েছিলেন তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর তার ওপর রঙের প্রলেপ টাও লাগায়নি এই প্রশাসন বলেও এইদিনের চা-চক্র কর্মসূচি থেকে সরাসরি তৃণমূল শাসিত প্রশাসনকে কটাক্ষ করেন বিজেপি নেতা সায়ন্তন বসু।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট