অশালীন কাজের প্রতিবাদ। কেয়ারটেকার’কে মারধর


বৃহস্পতিবার,১৭/১২/২০২০
720

ডেস্ক নিউজ : অশালীন কাজের প্রতিবাদ করায় প্রতিবাদীর উপরেই হামলার অভিযোগ উঠল। আক্রান্তের পরিবারের অভিযোগ, পিছন দিক থেকে অতর্কিতে হামলা চালিয়ে খুনের চেষ্টা পর্যন্ত করা হয়। প্রতিবাদী ব্যক্তি পুলের জলে ঝাঁপ দিয়ে কোনওমতে নিজেকে রক্ষা করেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে হাওড়ার চ্যাটার্জিহাটের ডুমুরজলা এলাকায়। জানা গেছে, ডুমুরজলায় একটি ক্রিকেট কোচিং সেন্টারের সামনে ঘটনাটি ঘটে। অভিযোগ, বুধবার ভোরে অভিযুক্ত যুবক এক তরুণীর সঙ্গে অশালীন কাজকর্ম করছিলেন। জলের পাম্প বন্ধ করতে এসে তা দেখে ফেলেন সেখানকার কেয়ারটেকার। তিনি এর প্রতিবাদ জানান।

যুবক ও তার সঙ্গে থাকা তরুণীকে এনিয়ে তিনি সতর্ক করে দেন। ঘটনার প্রমাণ হিসেবে মোবাইলে সেই ছবি ক্যামেরাবন্দী করেও রাখেন। এরপর আজ বৃহস্পতিবার ভোরে সেখানে আসেন ওই তরুণী। তিনি কেয়ারটেকার ‘কাকু’কে গতকালের তোলা ছবি মোবাইল থেকে ডিলিট করতে বলেন। অভিযোগ, এই কথাবার্তা চলার সময়ে আচমকাই পিছন থেকে কেয়ারটেকার বিধান অধিকারীকে ক্রিকেট ব্যাট দিয়ে মারধর শুরু করেন অভিযুক্ত যুবক। মাথা ফেটে যায় তাঁর। বিধানবাবু নিজেকে বাঁচাতে পুলের জলে ঝাঁপ দেন। অভিযুক্তরা পালিয়ে যান। বিধানবাবুকে এরপর হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে, যার বিরুদ্ধে এই অভিযোগ সেই যুবক নিজেও একজন খেলোয়াড় এবং ওই সেন্টারে কোচিং করান।

https://www.youtube.com/watch?v=_cLAeHgLnZs
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট