অমিতের সভার আগে ভাঙচুর-বোমাবাজি, উত্তপ্ত কেশপুর


বৃহস্পতিবার,১৭/১২/২০২০
923

পশ্চিম মেদিনীপুর: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভার আগেই ফের উত্তপ্ত কেশপুর। অমিত শাহের সভার প্রস্তুতি বৈঠকের পরেই বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি- ভাঙচুরের ঘটনা ঘটল । গ্রাম জুড়ে ছড়িয়ে রয়েছে ফেটে যাওয়া বোমের সুতলি। অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। ব্যাপক উত্তেজনা আনন্দপুর থানার বনকাটা, রাজারডাঙা এলাকায়।

বিজেপির দাবি, বুধবার রাতে এলাকায় অমিত শাহের সভার প্রস্তুতি বৈঠক করার পরই বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি করে স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা। ইউসুফ শা নামে এক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে রাতেই গ্রামে আসে আনন্দপুর থানার পুলিশ।প্রসঙ্গত, চলতি সপ্তাহেই মেদিনীপুরে সভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর সভার প্রস্তুতি বৈঠক সারতে শুরু করেছে বিজেপি নেতৃত্ব।

বিজ্ঞাপন
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট