অখিল ভারতীয় কিষাণ সংঘর্ষ সমন্বয় সমেতি উদ্যোগে নবান্ন অভিযানের ডাক


বুধবার,১৬/১২/২০২০
732

কলকাতা : অখিল ভারতীয় কিষাণ সংঘর্ষ সমন্বয় সমেতি উদ্যোগে নবান্ন অভিযানের ডাক দেওয়া হলেও ধর্মতলায় রানী রাসমনি তে বিরাট জনসভার আয়োজন করা হয়েছিল। এদিন পলিটব্যুরো সদস্য হান্নান মোল্লা জানিয়েছেন, কৃষকরা আন্দোলন চালিয়ে যাবে কখনোই কৃষকরা বিক্রি হয় না। কৃষি আইন প্রত্যাহার না করলে এই আন্দোলন চালিয়ে যাবেন কৃষকরা। যারা দেশদ্রোহী তারা কৃষকদের আন্দোলন কে অপমান করছে।

কৃষকদের সঙ্গে আলোচনা না করে মতামত কিসের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছৈ জানি না। নতুন কৃষক আইনে কর্পোটদের সুবিধা করে দেওয়া হয়েছে। আন্দোলনে 30 জন শ্রমিক মারা গিয়েছে। তারপর কেন্দ্রীয় সরকারের মানবিক মুখ দেখা যাচ্ছে না।

কৃষকদের অপমান করা হচ্ছে দালাল তৈরি করে আন্দোলনকে ভাঙ্গানোর চেষ্টা করা হয়েছে। তবুও কৃষকদের আন্দোলন চালিয়ে যাবেন।

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট