কলকাতা : বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। পরিবহন দপ্তর সহ তার হাতে থাকা দপ্তর গুলি থেকে আগেই পদত্যাগ করেছেন তিনি। এবার বিধায়ক পদেও ইস্তফা দিলেন তৃণমূলের এই ডাকসাইটে নেতা। বুধবার বিধানসভায় গিয়ে তিনি তার ইস্তফা পত্র জমা দিয়ে আসেন। জানা গিয়েছে সেই সময় স্পিকার ছিলেন না। অফিস সচিবের হাতে ইস্তফাপত্র জমা দেন। মেইল করে স্পিকারের কাছে তার ইস্তফা পত্র পাঠিয়েছেন বলেও খবর। গত কয়েক মাস ধরে নিজের দলের বিরুদ্ধে সোচ্চার এই জননেতা। অরাজনৈতিক ব্যানারে অনেক জনসভায় তিনি যোগ দিয়েছে। শুভেন্দুকে দলে ধরে রাখতে সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মত বর্ষীয়ান নেতাদের আসরে নামালেও ব্যর্থ হয়েছে আলোচনা। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিচ্ছেন এমনটাই রাজনৈতিক মহল মনে করছে। আর তার আগে নিজের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন।
পুরোপুরি চলে গেলেন শুভেন্দু, ইস্তফা শুভেন্দুর
বুধবার,১৬/১২/২০২০
610