গঙ্গায় ঝাঁপ, তরুণীকে উদ্ধার করলেন নৌকার মাঝি


বুধবার,১৬/১২/২০২০
847

হাওড়া: বুধবার সকালে হাওড়ার বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক তরুণী। এক মাঝির তৎপরতায় উদ্ধার করা হয় তাঁকে। জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, হুগলির গরলগাছা চন্ডীতলার বাসিন্দা ওই তরুণী পারিবারিক অশান্তির জেরে এদিন গঙ্গায় ঝাঁপ দেন। বুধবার এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় বালি ব্রিজে। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন হুগলি চন্ডীতলার বাসিন্দা ওই তরুণী বালি ব্রিজে আসেন। সকাল প্রায় সাড়ে ৯টা নাগাদ সেই ব্রিজ থেকে হঠাৎই গঙ্গায় ঝাঁপ দেন তিনি। এই ঘটনায় প্রত্যক্ষদর্শীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সৌভাগ্যবশত সেখান দিয়ে নৌকা নিয়ে যাচ্ছিলেন বালি নিমতলার বাসিন্দা শ্যামল পারুই। তখন ওই তরুণীকে জলে ঝাঁপ দিতে দেখেন তিনি। গঙ্গায় ঝাঁপ দিতে দেখে সেই তরুণীর কাছে এসে পৌঁছান শ্যমলবাবু। জল থেকে তরুণীকে উদ্ধার করে নিয়ে তিনি আসেন ঘাটে। ইতিমধ্যে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। তাঁকে প্রাথমিক চিকিৎসা করে শ্যামলবাবু পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। সেখান থেকে ওই তরুণীকে নিয়ে যাওয়া হয় বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই চলছে তাঁর চিকিৎসা। পরে পুলিশ তরুণীর পরিবারকে খবর দেয়। পারিবারিক অশান্তি বা কি কারণে আত্মহত্যার চেষ্টা তা জানার চেষ্টা করছে পুলিশ।

বিজ্ঞাপন
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট