রেড এফএমের রেডিও জকির হারানো জিনিস উদ্ধার করল পুলিশ


মঙ্গলবার,১৫/১২/২০২০
658

হাওড়া: আবারও হাওড়া সিটি পুলিশের তৎপরতা। উদ্ধার হল ট্যাক্সিতে ফেলে যাওয়া সামগ্রী। দু’দিন আগেই এক মহিলার খোওয়া যাওয়া সামগ্রী উদ্ধার করেছিল মালিপাঁচঘড়া থানার পুলিশ। এবার হাওড়ার বাসিন্দা মহিলা রেডিও জকির ট্যাক্সিতে ফেলে যাওয়া সামগ্রী উদ্ধার করল গোলাবাড়ি থানার পুলিশ। হাওড়া সিটি পুলিশ সূত্রের খবর, রবিবার কলকাতা থেকে হাওড়ায় ট্যাক্সিতে বাড়ি ফিরছিলেন ওই বেসরকারি এফএম চ্যানেলের আর জে নিলম। বাড়িতে পৌঁছে ট্যাক্সি থেকে নামার পর তিনি বুঝতে পারেন তাঁর ব্যাগটি ট্যাক্সিতে ফেলে চলে এসেছেন। সেই ব্যাগে একটি সোনার চেন এবং বেশ কিছু টাকাপয়সা ছিল। এরপর তিনি গোলাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এলাকার সিসিটিভির ফুটেজ দেখে গাড়ির নম্বর পাওয়া যায়। এর পরেই খোঁজ পাওয়া যায় ট্যাক্সি চালকের। ট্যাক্সি চালককে ডেকে পাঠানো হয় থানায়। সোমবার ট্যাক্সি চালক এসে খোওয়া যাওয়া সমস্ত জিনিস থানায় এসে ফেরত দিয়ে যান। পরে খোওয়া যাওয়া সামগ্রী আরজে নিলমের হাতে পুলিশ তুলে দেয়।

বিজ্ঞাপন
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট