রেল ইয়ার্ডের পাশেই ফেলা হচ্ছে বর্জ্য। ঘুরে দেখলেন পরিবেশবিদ সুভাষ দত্ত


মঙ্গলবার,১৫/১২/২০২০
667

হাওড়া: হাওড়ায় সাঁত্রাগাছি রেল ইয়ার্ডের পাশেই ঝিল থেকে প্রায় একশ মিটারের মধ্যে বর্জ্য ফেলে সেই জঞ্জাল পোড়ানো হচ্ছে বলে এবার অভিযোগ তুললেন পরিবেশবিদ সুভাষ দত্ত। সেখানে প্লাস্টিক, থার্মোকল সহ রেলের বিভিন্ন বর্জ্য জ্বালানো হচ্ছে এবং শুধু তাই নয়, সেখানে ওয়াটার বডির কিছুটা অংশ এই কারণে ফিল আপ হয়ে গিয়েছে বলেও তাঁর অভিযোগ। পাশাপাশি পুরানো একটি ডাম্পিং গ্রাউন্ডেও বিষাক্ত বর্জ্য ফেলা হচ্ছে। সব মিলিয়ে এতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আইন (পরিবেশ আইন) লঙ্ঘিত হচ্ছে বলে সুভাষবাবুর অভিযোগ। তিনি বিষয়টি খুব শীঘ্রই পরিবেশ আদালতে জানাতে চলেছেন বলে সুভাষবাবু জানান। মঙ্গলবার সকালে তিনি ওই এলাকা ঘুরে দেখেন। বিভিন্ন ছবি সংগ্রহ করেন। সেখানকার স্থানীয় লোকজনের সঙ্গেও কথা বলেন।

https://dai.ly/x7y3g0f
https://dailymotion.com/banglaexpressnews

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট